সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল | Cause and Effect of Santal Rebellion in Bengali

সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল | Cause and Effect of Santal Rebellion in Bengali
সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল | Cause and Effect of Santal Rebellion in Bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল | Cause and Effect of Santal Rebellion in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল | Cause and Effect of Santal Rebellion in Bengali।




সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল | Cause and Effect of Santal Rebellion in Bengali

❏ ভূমিকা:- সাঁওতালরা ছিল অত্যন্ত কর্মঠ ও কষ্টসহিষু উপজাতি। এদের বেশিরভাগই ছিল কৃষিজীবি। তারা রাজমহলের পার্বত্য এলাকার 'দামিন-ই-কোহ্' অঞ্চলে বসবাস করত।

❏ সাঁওতাল বিদ্রোহের কারণ (Cause of Santal Rebellion):-
● (১) সাঁওতালদের ধারণা ছিল যারা জমি প্রথমে চাষ করবে, জমির অধিকার তারাই পাবে। কিন্তু জমিদাররা সাঁওতালদের নানাভাবে প্রতারিত করে জমির দখল নিতে শুরু করে।


● (২) ইংরেজ কোম্পানি জমির ওপর খাজনা বৃদ্ধি করে। জমির খাজনা নগদ টাকায় দিতে হত। আবার সাঁওতালদের হাতে নগদ টাকাও ছিল না। ফলে তারা মহাজনদের কাছ থেকে ধার নিতে বাধ্য হয়। কিন্তু একবার ধার নিলে সে ধার আর শোধ হত না। ফলে তাদের জমি ক্রমে ক্রমে মহাজনদের হাতে চলে যায়।

● (৩) বিভিন্ন ব্যবসায়ীরা সাঁওতালদের কাছে বেশি দামে জিনিস বিক্রি করত, বিনিময়ে অল্পমূল্যে সাঁওতালদের খেতের ফসল কিনত। এছাড়াও তারা কেনাবেচার জন্য দু-রকম বাটখারা ব্যবহার করত। এভাবে ইংরেজ, জমিদার, মহাজন, ব্যবসায়ী সকলের দ্বারা সাঁওতালরা অর্থনৈতিকভাবে শোষিত হতে থাকে।


● (৪) এছাড়া সাঁওতাল নারীদের প্রতি অশালীন ও অসম্মানজনক ব্যবহার করা হত।

● (৫) তাদেরকে ধর্মান্তরিত করারও চেষ্টা করা হয়।

● (৬) সাঁওতালরা নিজস্ব আইনের সাহায্যে নিজেদের শাসন করত। কিন্তু ব্রিটিশরা সাঁওতালদের ব্রিটিশদের আইনের অধীনে এনে তাদেরকে আইনের সাহায্যে অনেক ক্ষয়ক্ষতি করত।

(৭) নীলকর সাহেবরাও জোর করে সাঁওতালদের নীল চাষে বাধ্য করত।


● (৮) এছাড়া থানার দারোগা, নতুন রেললাইনের ঠিকাদাররা তাদের ওপর জোরজুলুম ও অত্যাচার

উপসংহার:- উপরোক্ত কারণগুলির প্রতিকার করার জন্য শেষ পর্যন্ত সিধু ও কানুর নেতৃত্বে তারা বিদ্রোহের পথে অগ্রসর হয়। অর্থনৈতিক শোষণ তাদের বিদ্রোহের প্রধান কারণ হলেও তারা স্বাধীনতা লাভেরও স্বপ্ন দেখত।

❏ সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল (Effect of Santal Rebellion):-

● (১) ইংরেজবাহিনীর বিরুদ্ধে প্রবল বিক্রমে লড়াইয়ের পর সাঁওতালরা পরাজয় বরণ করে।


● (২) সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হলেও এই বিদ্রোহের ফলে সরকার সাঁওতালদের জন্য একটি স্বতন্ত্র পরগণা গঠন করে যার নাম দেওয়া হয় সাঁওতাল পরগণা।

● (৩) সাঁওতাল পরগণায় তিন বছরের জন্য মহাজনদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

(৪) সাঁওতাল পরগণায় সাঁওতালদের নিজস্ব আইন বলবৎ হয়।


(৫) সরকারি কর্মচারীদের সাঁওতালদের অভাব-অভিযোগের প্রতি লক্ষ রাখার নির্দেশ দেওয়া হয়।

● (৬) তবে জমির রাজস্ব হ্রাস করা হয়নি বা তাদেরকে জমির অধিকারও ফিরিয়ে দেওয়া হয়নি।

● (৭) এতসত্ত্বেও এই বিদ্রোহের মধ্যে ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পদধ্বনি শোনা যায়।

● (৮) কালিকিঙ্কর দত্তের মতে, এই বিদ্রোহ 'Opened a new chapter in the history of Bengal and Bihar'.

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post