সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি আইন অমান্য আন্দোলনের গুরুত্ব | Importance of Civil Disobedience Movement in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে আইন অমান্য আন্দোলনের গুরুত্ব | Importance of Civil Disobedience Movement in Bengali।
আইন অমান্য আন্দোলনের গুরুত্ব | Importance of Civil Disobedience Movement in Bengali
❏ গান্ধিজি কর্তৃক 'লবণ-আইন' ভঙ্গ করার কর্মসূচি গ্রহণের কারণ:-
গান্ধিজি আইন অমান্য আন্দোলনের সূচনা করতে প্রথমেই লবণ আইন ভঙ্গ করার সিদ্ধান্ত নেন। সেসময় ভারতীয়দের লবণ তৈরি করা ছিল আইনত দণ্ডনীয়। অথচ ভারতের তিনদিকই সমুদ্রবেষ্টিত। আবার লবণ প্রত্যেক ভারতবাসীরই একান্ত প্রয়োজন। তাই আপামর জনসাধারণ এই আন্দোলনে অংশ নিতে উৎসাহিত হবে এই ভেবেই গান্ধিজি 'লবণ আইন' ভঙ্গ করার কর্মসূচি গ্রহণ করেছিলেন।
❏ আইন অমান্য আন্দোলনের গুরুত্ব:-
আইন অমান্য আন্দোলনের যে লক্ষ্য ছিল অর্থাৎ, পূর্ণ স্বরাজ অর্জন করা তা পূরণে ব্যর্থ হলেও ভারতের স্বাধীনতা আন্দোলনে এর গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এ প্রসঙ্গে বলেছেন, In spite of its failure to achieve the goal, the Civil Disobedience Movement, which came to a seemingly ingnoble end, had a great value and importance in India's struggle for Swaraj.
● (১) এই আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষ অকুতোভয়ে ইংরেজদের বিরুদ্ধে সত্যাগ্রহী সংগ্রামে অংশ নিয়েছিল।
● (২) এই আন্দোলনে নারীদের অভূতপূর্ব অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ধনী-দরিদ্র, শহুরে, গ্রাম্য, কৃষক, শ্রমিক সকল শ্রেণির ভারতীয় নারী এই আন্দোলনে ঝাঁপিয়ে পুলিশের অকথ্য অত্যাচার অগ্রাহ্য করে সত্যাগ্রহ করেন।
● (৩) কৃষক শ্রেণিও প্রবল উৎসাহে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এভাবে কংগ্রেসের আন্দোলন একটা জাতীয় রূপ গ্রহণ করে।
● (৪) স্বদেশি বস্ত্র শিল্পের প্রসার ঘটে।
● (৫) এই আন্দোলনের মাধ্যমেই জাতীয় ঐক্য, আত্মবিশ্বাস, দৃঢ় সংকল্পের রূপ পরিলক্ষিত হয়।
● (৬) শুধু তাই নয়, ভারতের জাতীয় সমস্যা আন্তর্জাতিক সমস্যায় রূপান্তরিত হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদের নগ্ন চেহারা বিশ্বের সামনে পরিস্ফুটিত হয়েছিল। রজনীপাম দত্তের মতে, এর ফলে ব্রিটিশ সরকারের নৈতিক সম্মান নষ্ট হয়েছিল।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF