সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ছোটনাগপুর অঞ্চলে লৌহ-ইস্পাত শিল্পের উন্নতির কারণ | Chotanagpur Industry and Development Factor . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ছোটনাগপুর অঞ্চলে লৌহ-ইস্পাত শিল্পের উন্নতির কারণ | Chotanagpur Industry and Development Factor।
ছোটনাগপুর অঞ্চলে লৌহ-ইস্পাত শিল্পের উন্নতির কারণ | Chotanagpur Industry and Development Factor
❏ ছোটনাগপুর অঞ্চলে লৌহ-ইস্পাত শিল্পের উন্নতির কারণ:-
ছোটনাগপুর অঞ্চলে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের খনিজ উত্তোলিত হয় বলে খনিজের ওপর ভিত্তি করে এখানে ধাতব শিল্প গড়ে উঠেছে। আবার ধাতব শিল্প বিশেষ করে লৌহ-ইস্পাত শিল্পের ওপর ভিত্তি করে অন্যান্য শিল্পও গড়ে উঠেছে।
❏ ছোটনাগপুরের প্রধান প্রধান শিল্প ও গড়ে ওঠার কারণ:-
(1) খনিজ সম্পদের প্রাচুর্য:- ছোটনাগপুর মালভূমি ভারতের বৃহত্তম খনিজ উত্তোলক অঞ্চল। ভারতের মোট উত্তোলিত খনিজের প্রায় ৩৫% এখানে উত্তোলিত হয়ে থাকে।
(2) বনজ সম্পদ:- এই মালভূমি অঞ্চলে রয়েছে শাল, সেগুন প্রভৃতি মূল্যবান উদ্ভিদ। রয়েছে বাঁশ, বেত, সাবাই ঘাসের বনভূমি।
(3) বিদ্যুৎ শক্তি:- তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ উৎপাদনে ছোটনাগপুর মালভূমি অঞ্চল খুবই বিখ্যাত।
(4) জলের সরবরাহ:- এই অঞ্চলে প্রবাহিত দামোদর, সুবর্ণরেখা, ময়ূরাক্ষী, দক্ষিণ কোয়েল প্রভৃতি নদীতে বাঁধ দিয়ে সৃষ্ট জলাধার থেকে শিল্পের প্রয়োজনীয় জল সরবরাহ করা হয়।
(5) যোগাযোগ ব্যবস্থা:- এই অঞ্চল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার মাধ্যমে ভারতের অন্যান্য প্রান্তের সঙ্গে যুক্ত হয়েছে। ২, ৬, ও ২৩ নম্বর জাতীয় সড়ক এই অঞ্চলের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে।
(6) বন্দর:- ছোটনাগপুর মালভূমির নিকটেই রয়েছে কোলকাতা-হলদিয়া ও পারাদ্বীপ বন্দর।
(7) শ্রমিক:- আদিবাসী অধ্যুষিত এই অঞ্চল বেশ ঘনবসতিপূর্ণ হওয়ায় শিল্প ক্ষেত্রে শ্রমিকের অভাব হয় না।
(8) চাহিদা বা বাজার:- ছোটনাগপুরের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ ও বিহার ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ায় শিল্পদ্রব্যের চাহিদা খুব বেশি থাকায় এই অঞ্চল শিল্প ক্ষেত্রে উন্নতি লাভ করেছে।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF