সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন উত্তর | WBP MCQ Questions Answers | Police Exam Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন উত্তর | WBP MCQ Questions Answers | Police Exam Questions Answers ।
পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন উত্তর | WBP MCQ Questions Answers | Police Exam Questions Answers
1. আকবরের সভাকবি বীরবলের পূর্ব নাম কী ছিল?
(a) মহেশ দাস
(b) মহেন্দ্র দাস
(c) লক্ষণ দাস
(d) সত্যম দাস
উত্তর:- (a) মহেশ দাস
2. নিম্নের কার সমসাময়িক ছিলেন পতঞ্জলী?
(a) মিহির ভোজ
(b) ধননন্দ
(c) পুষ্য মিত্র
(d) বিন্দুসার
উত্তর:- (c) পুষ্য মিত্র
3. কোন্ সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়?
(a) 42তম
(b) 44তম
(c) 73তম
(d) 76তম
উত্তর:- (b) 44তম
4. "হাজার হ্রদের দেশ" কোনটি কে বলা হয়?
(a) স্কটল্যান্ড
(b) ফিনল্যান্ড
(c) মেক্সিকো
(d) জামাইকা
উত্তর:- (b) ফিনল্যান্ড
5. কর্তৃবাচ্যের ক্রিয়া কাকে অনুসরণ করে?
(a) কর্মকে
(b) কর্তাকে
(c) ভাবকে
(d) অর্থকে
উত্তর:- (b) কর্তাকে
6. গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
(a) অ্যালুমিনিয়াম
(b) টিন
(c) জিঙ্ক
(d) নিকেল
উত্তর:- (c) জিঙ্ক
7. চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে বলে -
(a) টর্নাডো
(b) টাইফুন
(c) হারিকেন
(d) সাইক্রোন
উত্তর:- (b) টাইফুন
7. জ্ঞানী শংকরন কে ছিলেন?
(a) মারাঠি কবি
(b) তামিল লেখক
(c) কন্নড় লেখক
(d) উর্দু লেখক
উত্তর:- (b) তামিল লেখক
8. শোলাপুর শহরটি নিম্নের কোন শিল্পের জন্য ভারত বিখ্যাত?
(a) তুলজাত বস্ত্র
(b) তামাক
(c) কার্পেট শিল্প
(d) জরির কাজ
উত্তর:- (a) তুলজাত বস্ত্র
9. Calf : Cow :: Cub : ?
(a) Lioness
(b) Cat
(c) Dog
(d) Deer
উত্তর:- (a) Lioness
10. আবির একটি মেয়েকে দেখিয়ে বলল, “সে হল আমার বাবার ভাইয়ের মায়ের স্বামীর কন্যার স্বামীর মেয়ে।” মেয়েটি আবিরের কে হয়?
(a) মাসতুতো বোন
(b) পিসতুতো বোন
(c) নিজের বোন
(d) কাকিমা
উত্তর:- (b) পিসতুতো বোন
11. কত সাল থেকে রমন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়?
(a) 1917
(b) 1954
(c) 1957
(d) 1991
উত্তর:- (c) 1957
12. লুপ্ত সংখ্যাটি কত? 3, 15, 35, 63, 99, ?
(a) 133
(b) 140
(c) 143
(d) 144
উত্তর:- (c) 143
13. অজান্তা গুহা কোন যুগের স্থাপত্য?
(a) পল্লব
(b) গুপ্ত
(c) মৌর্য
(d) কুষাণ
উত্তর:- (b) গুপ্ত
14. নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়?
(a) বাংলাদেশ
(b) মায়ানমার
(c) শ্রীলঙ্কা
(d) নেপাল
উত্তর:- (b) মায়ানমার
15. লোকসভার কোন স্পিকার পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন?
(a) জি. এম. সি. বালাযোগী
(b) নীলাম সঞ্জীব রেড্ডি
(c) সোমনাথ চ্যাটার্জি
(d) বলরাম জাখর
উত্তর:- (b) নীলাম সঞ্জীব রেড্ডি।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF