1st November 2024 Current Affairs in Bengali Quiz | 1st নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1st November 2024 Current Affairs in Bengali Quiz | 1st নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1st November 2024 Current Affairs in Bengali Quiz | 1st নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 1st November 2024 Current Affairs in Bengali Quiz | 1st নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st November 2024 Current Affairs in Bengali Quiz | 1st নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




1st November 2024 Current Affairs in Bengali Quiz | 1st নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. "বিশ্ব ভেগান দিবস" (World Vegan Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 1st নভেম্বর

2. সম্প্রতি প্রকাশিত FIFA র‌্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল দল কততম স্থান অধিকার করেছে?

উত্তর:- 125 তম।


3. সুইডেনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- নীনা মালহোত্রা।

4. সম্প্রতি কোন রাজ্যে "International Gita Mahotsav 2024" অনুষ্ঠিত হল?

উত্তর:- হরিয়ানা

5. সম্প্রতি কোন রাজ্যের রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্যকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে?

উত্তর:- মধ্যপ্রদেশ

6. সম্প্রতি T20 ক্রিকেটে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড করেছে করেছে কোন দেশ?


উত্তর:- জিম্বাবুয়ে (৩৪৪ রান করে)


7. সম্প্রতি "Indian Cyber Crime Coordination Centre" -এর ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- রশ্মিকা মান্দান্না

8. 2025 সালে ভারতীয় ভ্রমণকারীদের জন্য শীর্ষ পর্যটন কেন্দ্র হিসেবে তকমা দেওয়া হয়েছে কোন শহরটিকে?

উত্তর:- শিলং

9. 2024 সাল থেকে ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিফমেন্ট অ্যাওয়ার্ড -এর পরিবর্তে কোন পুরস্কার প্রদান করা হতে চলেছে?


উত্তর:- অর্জুন লাইফটাইম অ্যাওয়ার্ড

10. ৩১টি MQ-9B Predator ড্রোন কেনার জন্য সম্প্রতি কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ভারত?

উত্তর:- আমেরিকা।

আরও পড়ুন:- 31st অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post