একনজরে পামির গ্রন্থি | পামির মালভূমি | Pamir Plateau in Bengali

একনজরে পামির গ্রন্থি | পামির মালভূমি | Pamir Plateau in Bengali
একনজরে পামির গ্রন্থি | পামির মালভূমি | Pamir Plateau in Bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি একনজরে পামির গ্রন্থি | পামির মালভূমি | Pamir Plateau in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে একনজরে পামির গ্রন্থি | পামির মালভূমি | Pamir Plateau in Bengali।




একনজরে পামির গ্রন্থি | পামির মালভূমি | Pamir Plateau in Bengali

পামির গ্রন্থি বা পামির মালভূমি:-

যে উচ্চভূমি থেকে অসংখ্য পর্বত বিভিন্ন দিকে বিস্তৃত হয় বা অসংখ্য পর্বত যে উচ্চভূমিতে মিলিত হয় তাকেই পর্বত গ্রন্থি বলা হয়। এশিয়ার মধ্যভাগে পামির মালভূমি (৩৮° উঃ, ৭৩° পূর্ব) পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ পর্বত গ্রন্থি। এই পামির মালভূমির অধিকাংশই তাজিকিস্তান রাষ্ট্রে এবং কিছু অংশ আফগানিস্তান ও চিনে অবস্থিত। পামির মালভূমির গড় উচ্চতা প্রায় ৪৮৮০ মি। এখানে বেশ কয়েকটি শৃঙ্গ রয়েছে, কমিউনিজম পিক্‌ (৭৪৯৫ মি) পামীর মালভূমির সর্বোচ্চ অংশ। অন্য একটি শৃঙ্গ হল লেনিন পিক্‌।


পৃথিবীর সর্বাপেক্ষা উঁচু মালভূমি বলে একে পৃথিবীর ছাদ (The Roof of the world) বলা হয়। পামির গ্রন্থি থেকে পূর্ব দিকে বিস্তৃত পর্বতগুলি হল- হিমালয়, কারাকোরাম, কুয়েনলুন, আলতিনতাগ, প্রভৃতি এবং পশ্চিমে বিস্তৃত পর্বতগুলি হল- সুলেমান, হিন্দুকুশ প্রভৃতি পর্বত।


পামির গ্রন্থি থেকে পূর্ব দিকে বিস্তৃত পর্বত সমূহ:-

(i) হিমালয়ঃ- পামির গ্রন্থি থেকে দক্ষিণ-পূর্ব দিকে বিস্তৃত ধনুকাকৃতি হিমালয় পর্বত পৃথিবীর উচ্চতম পর্বত। পরপর চারটি সমান্তরাল পর্বতশ্রেণি নিয়ে (শিবালিক, হিমাচল, হিমাদ্রি, টেথিস হিমালয়) গঠিত, এই পর্বতে ৮০০০ মিটারেরও বেশি উচ্চতা বিশিষ্ট অসংখ্য পর্বতশৃঙ্গ রয়েছে। মাউন্ট এভারেস্ট (৮৮৪৮ মিটার) এই পর্বত তথা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ।


(ii) হিমালয়ের উত্তরে পামির গ্রন্থি থেকে পূর্ব দিকে ভারতের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে ৩৫০ কিমি দীর্ঘ লাডাখ পর্বত।

(iii) কারাকোরামঃ- লাডাখের উত্তরে পামির থেকে পূর্ব দিকে বিস্তৃত হয়েছে কারাকোরাম পর্বত, এই পর্বতের গডউইন অস্টিন বা K, (৮৬১১ মিটার) পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ।

(iv) কুয়েনলুন পর্বতঃ- কারাকোরামের উত্তরে পামির থেকে পূর্ব দিকে চিনের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে কুয়েনলুন পর্বত। মার্কোপোলো (৭৭২৩ মিটার) এর উচ্চতম শৃঙ্গ। কুয়েনলুনের পূর্বাংশ মধ্য চিনে সিনলিং পর্বত নামে বিস্তৃত হয়েছে।


(v) আলতিন-তাগ পর্বতঃ- কুয়েনলুন পর্বতের মধ্যভাগ থেকে উত্তরে ধনুকের মতো বাঁক নিয়ে বিস্তৃত হয়েছে আলতিনতাগ পর্বত। আলতিন তাগ মধ্য চিনে নানশান, এবং আরো উত্তরে গ্রেট খিনগান পর্বত নামে পরিচিত। খিনগান পর্বত রাশিয়ায় ইয়াব্লোনয় ও স্ত্যানোভয় পর্বতের সাথে মিলেছে।

(vi) তিয়েনসানঃ- পামির থেকে উত্তর-পূর্ব দিকে বিস্তৃত হয়েছে তিয়েনসান পর্বত' এর সর্বোচ্চ শৃঙ্গ হল পো বেদা পিক্ (৭৪৩৯ মিটার)।

(vii) আলতাই খাংগাই, সয়ান পর্বতঃ-  তিয়েনসান পর্বতের উত্তরের এই পর্বতগুলি প্রাচীন ভঙ্গিল পর্বত। এগুলি পামির গ্রন্থি থেকে বিস্তৃত হয়নি।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post