31st October 2024 Current Affairs in Bengali Quiz | 31st অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

31st October 2024 Current Affairs in Bengali Quiz | 31st অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
31st October 2024 Current Affairs in Bengali Quiz | 31st অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 31st October 2024 Current Affairs in Bengali Quiz | 31st অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 31st October 2024 Current Affairs in Bengali Quiz | 31st অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




31st October 2024 Current Affairs in Bengali Quiz | 31st অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. ভারতে "জাতীয় ঐক্য দিবস" (National Unity Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 31st অক্টোবর

2. সম্প্রতি BSNL -এর নতুন লোগো লঞ্চ করলেন কে?

উত্তর:- কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া।

3. সম্প্রতি Google কোম্পানির Chief Technologist হিসেবে নিযুক্ত হয়েছেন কে?

উত্তর:- প্রভাকর রাঘবন।

4. সম্প্রতি Staff Selection Commission -এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?


উত্তর:- এস গোপালকৃষ্ণান।


5. সম্প্রতি ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- Luong Cuong.

6. সম্প্রতি পাকিস্তানের ৩০তম প্রধান বিচারপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- ইয়াহিয়া আফ্রিদি।

7. HSBC -এর প্রথম মহিলা CFO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?


উত্তর:- পাম কৌর


8. সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কততম সদস্য দেশ হিসেবে যোগদান করেছে ইসরায়েল?

উত্তর:- 69 তম

9. সম্প্রতি অবসর ঘোষণাকারী রানী রামপাল কোন খেলার সাথে যুক্ত ছিলেন?

উত্তর:- হকি

10. সম্প্রতি JP Morgan Chase India -এর CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- প্রণব চাওদা।

আরও পড়ুন:- 30th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post