30th October 2024 Current Affairs in Bengali Quiz | 30th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

30th October 2024 Current Affairs in Bengali Quiz | 30th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
30th October 2024 Current Affairs in Bengali Quiz | 30th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 30th October 2024 Current Affairs in Bengali Quiz | 30th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 30th October 2024 Current Affairs in Bengali Quiz | 30th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




30th October 2024 Current Affairs in Bengali Quiz | 30th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি "Indian Chamber of Commerce" -এর নতুন প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- অভ্যুদয় জিন্দাল

2. সম্প্রতি নেপালের ক্রিকেট দলের মেন্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- পুবুদু দাসানায়েক -কে।

3. সম্প্রতি কোন রাজ্যে "18th Pravasi Bharatiya Divas" অনুষ্ঠিত হলো?


উত্তর:- ওড়িশা


4. সম্প্রতি কোন কোন দেশের মধ্যে 'Naseem Al Bahr' নামে যৌথ নৌ মহড়া পরিচালিত হল?

উত্তর:- ভারত-ওমান

5. সম্প্রতি কোন রাজ্য সরকার ট্রাফিক নিয়ম লঙ্ঘনের উপর নজর রাখতে "Citizen Sentinel" নামক অ্যাপ লঞ্চ করেছে?

উত্তর:- কেরালা

6. সম্প্রতি ভারতের নতুন কয়লা সচিব হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন?

উত্তর:- বিক্রম দেব দত্ত

7. সম্প্রতি প্রকাশিত "Mountain Mammals of the World" শিরোনামে বইটি কে লিখলেন?


উত্তর:- এম কে রঞ্জিতসিংহ


8. সম্প্রতি প্রকাশিত "Economic Freedom Index 2024" -এ ভারতের স্থান কত?

উত্তর:- ৮৪তম।

9. সম্প্রতি ‘Tenkana’ নামে জাম্পিং মাকড়সার একটি নতুন প্রজাতি আবিষ্কৃত হল কোথায়?

উত্তর:- দক্ষিণ ভারতে।

10. সম্প্রতি কোথায় প্রথমবারের জন্য Coal Gallery -এর উদ্বোধন করা হল?

উত্তর:- নতুন দিল্লীর ন্যাশনাল সায়েন্স সেন্টারে।

আরও পড়ুন:- 29th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post