WBPSC ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন উত্তর | WBPSC Chlarkship Exam Questions Answers | PART-1

WBPSC ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন উত্তর | WBPSC Chlarkship Exam Questions Answers
WBPSC ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন উত্তর | WBPSC Chlarkship Exam Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি WBPSC ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন উত্তর | WBPSC Chlarkship Exam Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBPSC ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন উত্তর | WBPSC Chlarkship Exam Questions Answers।




WBPSC ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন উত্তর | WBPSC Chlarkship Exam Questions Answers

1. ভারতের কোন রাজ্যকে “সমুদ্রের দান” বলা হয়ে থাকে?

উত্তর:- কেরলা

2. FIFA এর সদর দপ্তর অবস্থিত কোথায়?

উত্তর:- জুরিখ (সুইজারল্যান্ড)


3. রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?


উত্তর:- উত্তরাখন্ড

4. "আকবর নামা" গ্রন্থটির লেখক কে?

উত্তর:- আবুল ফজল

5. ভারতের ইতিহাসের জনক (Father of Indian History) কাকে বলা হয়ে থাকে?

উত্তর:- মেগাস্থিনিস


আরও পড়ুন:- 1000+ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF


6.বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কোনটি?


উত্তর:- গ্র্যান্ড খাল (চীন)

7. কোন গুপ্ত সম্রাট 'শকারি' উপাধি গ্রহণ করেন?

উত্তর:- দ্বিতীয় চন্দ্ৰগুপ্ত

8. ভারতীয় উপমহাদ্বীপের দীর্ঘতম নদীটির নাম কী?

উত্তর:- গোদাবরী

9. রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে?

উত্তর:- তরল হাইড্রোজেন

10. কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়ে থাকে?

উত্তর:- 14th ডিসেম্বর

11. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- জ্যোতিবা ফুলে


আরও পড়ুন:- WBPSC ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন উত্তর Part-2


12. মহাদেশীয় পাত কোন শিলা দ্বারা গঠিত?


উত্তর:- গ্রানাইট দ্বারা গঠিত

13.কোন দেশকে আফ্রিকান ইউনিয়নের জন্মভূমি বলা হয়ে থাকে?

উত্তর:- ইথিওপিয়া

14. 'The Secret Chord' - এই বিখ্যাত উপন্যাসটির লেখক কে?

উত্তর:- জেরালডিন ব্রুকস

15. ভারতীয় নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন?

উত্তর:- খান আব্দুল গফফর খান

16. সাঙ্গাই উৎসব কোন রাজ্যে আয়োজিত হয়ে থাকে?

উত্তর:- মনিপুর


17. বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কটি?

উত্তর:- ২৫টি

18. "The Environment Protection Act of India" পাশ হয় কত সালে?

উত্তর:- ১৯৮৬ সালে

19. কমনওয়েলথ গেমস শুরু হয় কত সালে?

উত্তর:- ১৯৩০ সালে

20. NIA -এর পুরো কথাটি কী?

উত্তর:- ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA).


আরও পড়ুন:- WBPSC ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন উত্তর Part-2

Previous Post Next Post