সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি WBPSC ক্লার্কশিপ পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর | WBPSC Chlarkship Exam MCQ Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBPSC ক্লার্কশিপ পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর | WBPSC Chlarkship Exam MCQ Questions Answers।
WBPSC ক্লার্কশিপ পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর | WBPSC Chlarkship Exam MCQ Questions Answers
1. নিম্নলিখিত কোনটি সংকর ধাতু?
(a) লোহা
(b) তামা
(c) পিতল
(d) অ্যালুমিনিয়াম
উত্তর:- (c) পিতল
2. NABARD কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
(a) ১৯৮০ সালে
(b) ১৯৮২ সালে
(c) ১৯৫৬ সালে
(d) ১৯৬০ সালে
উত্তর:- (b) ১৯৮২ সালে
3. ফিটকিরিতে কত অণু কেলাস জল থাকে?
(a) ১৬
(b) ২৪
(c) ৬
(d) ১৮
উত্তর:- (b) ২৪
4. Paralympic 2024-এ ভারত মোট কতগুলি পদক জিতেছে?
(a) ২২টি
(b) ২৯টি
(c) ১৩টি
(d) ৭টি
উত্তর:- (b) ২৯টি
5. BRICS এর সদর দফতর কোথায় অবস্থিত?
(a) কাঠমান্ডু
(b) সাংহাই
(c) ব্রাসেলস
(d) জেনেভা
উত্তর:- (b) সাংহাই
6. Tehri Dam ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(a) উত্তরপ্রদেশ
(b) উত্তরাখন্ড
(c) হিমাচল প্রদেশ
(d) সিকিম
আরও পড়ুন:- 1000+ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF
উত্তর:- (b) উত্তরাখন্ড
7. Keoladeo National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(a) অরুণাচল প্রদেশ
(b) মেঘালয়
(c) রাজস্থান
(d) সিকিম
উত্তর:- (c) রাজস্থান
8. পল্লব বংশের শেষ সম্রাট কে ছিলেন?
(a) অপরাজিত
(b) নরসিংহবর্মন
(c) মহেন্দ্রবর্মন
(d) কোনোটিই নয়
উত্তর:- (a) অপরাজিত
9. বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয়?
(a) ১২ ফেব্রুয়ারি
(b) ২৪ মার্চ
(c) ৩০ এপ্রিল
(d) ২১ মে
উত্তর:- (b) ২৪ মার্চ
10. ভবানী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত?
(a) তেলেঙ্গানা
(b) তামিলনাড়ু
(c) কেরালা
(d) অন্ধ্রপ্রদেশ
উত্তর:- (b) তামিলনাড়ু
11. ভিয়েনা কোন দেশের রাজধানী?
(a) সুইডেন
(b) অস্ট্রিয়া
(c) পোল্যান্ড
(d) বেলজিয়াম
উত্তর:- (b) অস্ট্রিয়া
12. প্রতিবছর World Polio Day কবে পালন করা হয়?
(a) ২২শে জুলাই
(b) ১০ই আগস্ট
(c) ১২ই সেপ্টেম্বর
(d) ২৪শে অক্টোবর
উত্তর:- (d) ২৪শে অক্টোবর
13. আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
(a) উত্তরপ্রদেশ
(b) রাজস্থান
(c) মধ্যপ্রদেশ
(d) মহারাষ্ট্র
উত্তর:- (b) রাজস্থান
14. পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ি নিঃসৃত ধোয়ার থাকে?
(a) লোহা
(b) দস্তা
(c) সীসা
(d) তামা
উত্তর:- (c) সীসা
15. নিচের কোনটি দিয়ে ননস্টিক বাসনপত্র কাটিং করা হয়ে থাকে?
(a) টেফলন
(b) হীরা
(c) গ্রাফাইট
(d) লোহা
উত্তর:- (a) টেফলন।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF