মিশরকে নীলনদের দান বলা হয় কেন | Why is Egypt Called Gift of Niles

 

মিশরকে নীলনদের দান বলা হয় কেন | Why is Egypt Called Gift of Niles
মিশরকে নীলনদের দান বলা হয় কেন | Why is Egypt Called Gift of Niles

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মিশরকে নীলনদের দান বলা হয় কেন | Why is Egypt Called Gift of Niles . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মিশরকে নীলনদের দান বলা হয় কেন | Why is Egypt Called Gift of Niles।




মিশরকে নীলনদের দান বলা হয় কেন | Why is Egypt Called Gift of Niles

❏ ভূমিকা:- মিশর সাহারা মরুভূমির পূর্বপ্রান্তে অবস্থিত। মরুভূমি হওয়া সত্ত্বেও মিশরের জনঘনত্ব খুব বেশি এবং মিশরের মোট জনসংখ্যার ৯৫ ভাগ মানুষ নীলনদের বদ্বীপ ও উপত্যকা অঞ্চলে বসবাস করে। মিশরের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রভূমি হল এই নীলনদ অববাহিকা। তাই গ্রিক দার্শনিক হেরোডোটাস বলেছিলেন 'মিশর নীলনদের দান’।


❏ মিশর নীলনদ দ্বারা বিভিন্ন ভাবে উপকৃত হয়ে থাকে। মিশরকে নীলনদের দান হিসাবে অবিহিত করার কারণগুলি হলঃ-

(1) মরুভূমির মধ্য দিয়ে নীলনদ প্রবাহিত হওয়ার জন্যই অতি উর্বর নদী অববাহিকা ও বদ্বীপ সৃষ্টি হয়েছে।


(2) প্রতিবছর বন্যার প্রভাবে নবীন পলিমাটি সঞ্চয়ের মাধ্যমে জমির উর্বরতা বাড়ছে এবং ভৌমজলের ভাণ্ডারও ঠিক থাকছে।

(3) চিরপ্রবাহী নীলনদে অসংখ্য বাঁধ দিয়ে সারাবছর ধরে জলসেচের ব্যবস্থা করা হয়ে থাকে।

(4) উর্বর মৃত্তিকা ও উন্নত জলসেচের মাধ্যমে মিশরে প্রচুর কৃষিজ ফসল উৎপন্ন হয়ে থাকে।

(5) নদীতে বাঁধ দেওয়ার ফলে জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে।


(6) অববাহিকার তৃণভূমিতে যথেষ্ট পরিমাণে পশুপালন করা হয়।

(7) মোহনা থেকে প্রায় ১,৫০০ কিমি অভ্যন্তর পর্যন্ত নদীতে সারাবছর নৌ চলাচল করে।

(8) প্রচুর কৃষিজ ফসল উৎপাদন, নদীপথে যোগাযোগ, জলবিদ্যুৎ উৎপাদন পরোক্ষভাবে এই অঞ্চলের শিল্পের বিকাশে সহায়তা করেছে।

অতএব খ্রিস্টপূর্ব প্রায় ৩,০০০ বছর আগে মিশরীয় সভ্যতার বিকাশে ও পরবর্তীকালে মিশরের অর্থনৈতিক বিকাশে নীলনদের ভূমিকা অনস্বীকার্য।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post