সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি WBPSC Clerkship Exam 2024 Current Affairs Quiz | 29th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 28th October 2024 Current Affairs in Bengali Quiz | 28th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
WBPSC Clerkship Exam 2024 Current Affairs Quiz | 29th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি কোন রাজ্যের মাদ্রাসাগুলিতে সংস্কৃত বিষয়টিকে বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয়েছে?
উত্তর:- উত্তরাখণ্ড
2. সম্প্রতি অনুষ্ঠিত "WR Chess Masters Cup 2024" কে জিতেছেন?
উত্তর:- ভারতের অর্জুন এরিগাইসি
3. সম্প্রতি JSW স্পোর্টসে ক্রিকেটের পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- সৌরভ গাঙ্গুলী
4. সম্প্রতি গ্রীসে অনুষ্ঠিত এসিও বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ভারতের কে 'স্বর্ণ পদক' জিতেছেন?
উত্তর:- গুরপ্রীত পাল সিং
5. সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথম সুপারক্যাপাসিটার উৎপাদন কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে?
উত্তর:- কেরালা (কান্নুর)
6. অজয় কুমার সিং সম্প্রতি ভারতের কোন রাজ্যের নতুন DGP হিসেবে নিযুক্ত হয়েছেন?
উত্তর:- ঝাড়খণ্ড
7. COP16 Biodiversity Summit -কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে?
উত্তর:- কলম্বিয়া
8. সম্প্রতি কোন দেশের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন Prabowo Subianto?
উত্তর:- ইন্দোনেশিয়া
9. সম্প্রতি কোন রাজ্য সরকার আদিবাসীদের জমির অধিকার প্রদানের জন্য Mission Basundhara 3.0 প্রকল্প চালু করেছে?
উত্তর:- আসাম সরকার
10. সম্প্রতি কোন রাজ্যে 27th All India Forest Sports Meet অনুষ্ঠিত হলো?
উত্তর:- ছত্তিশগড়।
আরও পড়ুন:- 28th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স