অভিযোজনের সংজ্ঞা ও ব্যাখ্যা | Definition and Explanation of Adaptation

অভিযোজনের সংজ্ঞা ও ব্যাখ্যা | Definition and Explanation of Adaptation
অভিযোজনের সংজ্ঞা ও ব্যাখ্যা | Definition and Explanation of Adaptation

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি অভিযোজনের সংজ্ঞা ও ব্যাখ্যা | Definition and Explanation of Adaptation . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে অভিযোজনের সংজ্ঞা ও ব্যাখ্যা | Definition and Explanation of Adaptation।




অভিযোজনের সংজ্ঞা ও ব্যাখ্যা | Definition and Explanation of Adaptation

অভিযোজনের সংজ্ঞা ও ব্যাখ্যা (Definition and Explanation of Adaptation):-

অভিযোজনের সংজ্ঞা:- পারিপার্শ্বিক পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য জীবদেহের গঠনগত, শারীরবৃত্তীয় ও আচরণগত যে স্থায়ী পরিবর্তন লক্ষ্য করা যায় (যা বংশপরম্পরায় সঞ্চারিত হয়ে জৈব অভিব্যক্তির পথকে সুগম করে), তাকেই অভিযোজন বা অ্যাডাপটেশন বলে।


অভিযোজনের ব্যাখ্যা:- বিভিন্ন জীব বিভিন্ন পরিবেশে বসবাস করে। ওই পরিবেশের সাথে নিজেদের খাপ খাইয়ে চলার জন্য জীবের বিভিন্ন অঙ্গের পরিবর্তন ঘটে। যেমন মাছ জলে বাস করার জন্য তার দেহটি মাকু আকৃতির হয়েছে। জলে সাঁতার কাটার জন্য পাখনা এবং শ্বাসকার্য চালানোর জন্য ফুলকা সৃষ্টি হয়েছে। এইভাবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য জীবদেহের যেসব বৈশিষ্ট্যের অবির্ভাব ঘটে এবং জীবদেহের গঠনগত, শারীরবৃত্তীয় এবং আচরণগত যেসব পরিবর্তন লক্ষ করা যায় সেগুলিকে অভিযোর্জন বলে।


❏ অভিযোজনের প্রয়োজনীয়তা ও উদ্দ্যেশ্য (Importance & Purpose of Adaptation):-

অভিযোজনের প্রয়োজনীয়তা:- অভিযোজনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যেহেতু পরিবেশ নিয়ত পরিবর্তনশীল, সেহেতু কোনও পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সেখানকার জীবদের মধ্যে নানা পরিবর্তন দেখা দিতে পারে, নতুবা তাদের অবলুপ্তির সম্ভাবনা থাকে। এই কারণেই পরিবর্তনের সাথে সাথে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য সেখানকার জীবদের পরিবেশের সঙ্গে পরিচিত অর্থাৎ অভিযোজিত হওয়া অবশ্যই প্রয়োজনীয়।


❏ অভিযোজনের উদ্দেশ্য:- অভিযোজনের প্রধান উদ্দেশ্য হল:
● 1. পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে জীবনধারণ ও বংশবিস্তার করাই হল অভিযোজনের প্রধান উদ্দেশ্য।

● 2. পরিবর্তিত পরিবেশে গঠনগত, শারীরবৃত্তীয় এবং আচরণগত নানান পরিবর্তন ঘটিয়ে  সুষ্ঠুভাবে বেঁচে থাকা।


● 3. পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নানান পরিবর্তন ঘটিয়ে আপন প্রজাতির অস্তিত্ব রক্ষা করা হল অভিযোজনের আর একটি প্রধান উদ্দেশ্য।

● 4. অভিযোজনের ফল হিসেবে জীবদেহে যে অনুকূল পরিবর্তন আসে তা বংশপরম্পরায় উত্তর পুরুষের দেহে সঞ্চারিত হয়ে জীবের বিবর্তনের পথকে সুগম করে।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post