আলোর প্রতিফলন | Reflection of light Questions Answers | Physical Science Questions Answers All Competitive Exam

আলোর প্রতিফলন | Reflection of light Questions Answers | Physical Science Questions Answers All Competitive Exam
আলোর প্রতিফলন | Reflection of light Questions Answers | Physical Science Questions Answers All Competitive Exam

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি আলোর প্রতিফলন | Reflection of light Questions Answers | Physical Science Questions Answers All Competitive Exam . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে আলোর প্রতিফলন | Reflection of light Questions Answers | Physical Science Questions Answers All Competitive Exam।




আলোর প্রতিফলন | Reflection of light Questions Answers | Physical Science Questions Answers All Competitive Exam

❏ আলোর প্রতিফলন (Reflection of light):-

কোনো সমসত্ব স্বচ্ছ মধ্যমের মধ্য দিয়ে আলোক-রশ্মি যেতে যেতে অন্য কোনো মাধ্যমে আপতিত হলে ওই আপতিত রশ্মির কিছু অংশ দুই মাধ্যমের বিভেদতল থেকে দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলা হয়।


❏ আলোর প্রতিফলনের প্রকারভেদ (Types of reflection):-
প্রতিফলকের তলের প্রকৃতি অনুসারে প্রতিফলন দুরকম হতে পারে –
(i) নিয়মিত প্রতিফলন (Regular Reflection)
(ii) বিক্ষিপ্ত প্রতিফলন (Diffused Reflection)

■ (i) নিয়মিত প্রতিফলন:- সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ মসৃণ প্রতিফলকে আপতিত হলে, ওই রশ্মিগুলি নির্দিষ্ট নিয়ম অনুসারে প্রতিফলিত হয় এবং প্রতিফলিত রশ্মিগুলি সমান্তরালভাবে একটি নির্দিষ্ট দিকে চলে যায়। আলোক রশ্মির এই ধরনের প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে। 


■ (ii) বিক্ষিপ্ত প্রতিফলন:- সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো অমসৃণ প্রতিফলকে আপতিত হলে, ওই রশ্মিগুচ্ছের প্রতিটি রশ্মি প্রতিফলনের নিয়ম মেনে চললেও, প্রতিফলিত রশ্মিগুলি সমান্তরালভাবে একটি নির্দিষ্ট দিকে না গিয়ে এলোমেলোভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। এই ধরনের প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলা হয়ে থাকে।


আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের দৃষ্টান্ত:-

(1) সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ হয়। পর্দা অমসৃণ হওয়ায় এর ওপর আপতিত আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে এবং প্রতিফলিত রশ্মিগুলি হলের চারদিকে ছড়িয়ে যায়। এর ফলে হলের মধ্যে যে-কোনো স্থান থেকে পর্দায় উৎপন্ন ছবি দর্শকের চোখে পড়ে। পর্দা মসৃণ হলে, আলোর নিয়মিত প্রতিফলন ঘটত, ফলে হলের বিশেষ স্থানে বসে থাকা দর্শকের চোখে এত বেশি আলো পড়ত যে চোখ ধাঁধিয়ে যেত। পর্দার রং সাদা হওয়ায় সব বর্ণের আলো প্রতিফলিত হয়।


(2) গোধূলি:- সূর্যাস্তের পরও ভূপৃষ্ঠ কিছুক্ষণ অল্প আলোকিত থাকে, একে গোধূলি বলে। সূর্যাস্তের পর সূর্যের রশ্মি সরাসরি আমাদের চোখে আসে না। কিন্তু বাতাসে ভাসমান ধুলোকণা থেকে সূর্যরশ্মির বিক্ষিপ্ত প্রতিফলনে ভূপৃষ্ঠ অল্প আলো পায়, এর ফলে গোধূলির সৃষ্টি হয়।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post