ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | History Important SAQ Questions Answers

 

ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | History Important SAQ Questions Answers
ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | History Important SAQ Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | History Important SAQ Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | History Important SAQ Questions Answers।




ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | History Important SAQ Questions Answers

1. গান্ধার শিল্প কোন যুগে গড়ে উঠেছিল?

উত্তর:- কুষাণ যুগের

2. পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর:- ১৯৩২ সালে


3. মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন?

উত্তর:- সূর্য সেন

4. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছিলেন কে?

উত্তর:- যতীন দাস

5. গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি নামে পরিচিত?

উত্তর:- দিল্লি চুক্তি


6. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিল?

উত্তর:- রামপ্রসাদ বিসমিল

7. রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়েছিল?

উত্তর:- ১৯৩০ সালে

8. রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয়েছিল কত সালে?

উত্তর:- ১৯১৭ সালে

9. রাওলাট আইন কত সালে পাস হয়?

উত্তর:- ১৯১৯ সালে

10. খোদা সত্যাগ্রহ হয়েছিল কত সালে?

উত্তর:- ১৯১৮ সালে

11. গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন?

উত্তর:- দক্ষিণ আফ্রিকার নাটালে


12. ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন?

উত্তর:- চম্পারনে

13. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিল?

উত্তর:- হরিশচন্দ্র মুখোপাধ্যায়

14. দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয়েছিল কত সালে?

উত্তর:- ১৮৭৫ সালে

15. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান জারি করেন কে?

উত্তর:- ফারুকশিয়ার

16. পাটলিপুত্র কোন কোন নদীর সঙ্গম স্থলে অবস্থিত?

উত্তর:- গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে

17. ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর:- ১৭৮৪ সালে


18. বৃহৎকথা কে রচনা করেন?

উত্তর:- গুণাঢ্য

19. এশিয়াটিক সোসাইটির কে প্রতিষ্ঠাতা করেন?

উত্তর:- উইলিয়াম জোন্স

20. সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে?

উত্তর:- ১৮১৬ সালে।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post