চিরস্থায়ী বন্দোবস্ত, শর্তাবলি, সুফল, কুফল | Permanent Settlement of Bengal

চিরস্থায়ী বন্দোবস্ত, শর্তাবলি, সুফল, কুফল | Permanent Settlement of Bengal
চিরস্থায়ী বন্দোবস্ত, শর্তাবলি, সুফল, কুফল | Permanent Settlement of Bengal

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি চিরস্থায়ী বন্দোবস্ত, শর্তাবলি, সুফল, কুফল | Permanent Settlement of Bengal . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে চিরস্থায়ী বন্দোবস্ত, শর্তাবলি, সুফল, কুফল | Permanent Settlement of Bengal।




চিরস্থায়ী বন্দোবস্ত, শর্তাবলি, সুফল, কুফল | Permanent Settlement of Bengal

❏ চিরস্থায়ী বন্দোবস্ত (Permanent Settlement):- লর্ড কর্ণওয়ালিস ১৭৯৩ খ্রিস্টাব্দের বাংলা, বিহার ও ওড়িশায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন।

❏ চিরস্থায়ী বন্দোবস্তের শর্তাবলি:- চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি ছিল-
● (১) জমিদার জমির মালিকানা বংশানুক্রমিকভাবে ভোগ করবে।


● (২) জমি থেকে আদায়ীকৃত মোট রাজস্বের 9/10 অংশ কোম্পানিকে দিতে হবে, বাকি 1/10 অংশ জমিদারদের থাকবে।

● (৩) প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে শস্যহানি হলেও খাজনা মুকুব হবে না।

● (৪) বছরের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে জমিদারকে তার রাজস্ব সরকারকে জমা দিতে হবে, নতুবা তার জমিদারি বাজেয়াপ্ত হবে। এটি সূর্যাস্ত আইন' নামে পরিচিত।


❏ চিরস্থায়ী বন্দোবস্তের সুফল (Benefits of Permanent Settlement):-

● (১) চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ার ফলে সরকারের নির্দিষ্ট বার্ষিক আয় নিশ্চিত হল। ফলে সরকারের পক্ষে বার্ষিক আয়ব্যয়ের হিসাব তৈরি করা সহজ হল।

● (২) জমিদাররা নির্দিষ্ট খাজনা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে বংশানুক্রমিকভাবে জমি ভোগ করার ফলে তারা তাদের জমিদারি হারানোর ভয় থেকে মুক্ত হল। এর ফলে তারা জমিগুলির উন্নতি করতে উৎসাহী হল।


● (৩) গ্রামে জমিদারদের নেতৃত্বে একটি প্রভাবশালী গোষ্ঠীর উদ্ভব হয় যারা গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগী হয়েছিল।

❏ চিরস্থায়ী বন্দোবস্তের কুফল (Disadvantages of Permanent Settlement):-

● (১) সূর্যাস্ত আইনের ফলে অনেক জমিদার তাদের জমিদারি হারায়।

● (২) পরবর্তীতে জমির মূল্য বা কৃষি উৎপাদন বাড়লেও কোম্পানির রাজস্ব বৃদ্ধির কোনো সম্ভাবনা ছিল না।


● (৩) মালিকানা সম্বন্ধে নিশ্চিত থাকায় অনেক জমিদার নায়েব-গোমস্তার হাতে জমিদারির ভার দিয়ে শহরে বিলাসব্যসনে ব্যস্ত থাকত। আর এই সুযোগে তারা কৃষকদের ওপর অত্যাচার ও উৎপীড়ন করত।

● (৪) অনেক জমিদার নির্দিষ্ট দিনের মধ্যে খাজনা দেওয়ার জন্য তাদের জমিদারি 'পত্তনিদার'দের দিত। তারা আবার তালুকদারদের দিত। এর ফলে কৃষকরা এইসব মধ্যস্বত্বভোগীদের হাতে শোষিত হতে থাকে।


● (৫) জমিদাররা কৃষির উন্নতিতে লগ্নি করলে কুটির শিল্পের অবনতি হতে থাকে।

মূল্যায়ণ:- চিরস্থায়ী বন্দোবস্তের কিছু সুফল থাকলেও শেষ পর্যন্ত তা কৃষকদের দুঃখের কারণই হয়ে উঠেছিল। ঐতিহাসিক হোমস বলেছেন, 'The Permanent Settlement was a sad blunder.' যদিও মার্শম্যান এটিকে 'bold, brave and wise measure' বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post