কার্য ক্ষমতা ও শক্তি প্রশ্ন উত্তর ভৌতবিজ্ঞান জিকে | Work Power And Strength Question Answer | Physics Gk for All Competitive Exam

কার্য ক্ষমতা ও শক্তি প্রশ্ন উত্তর ভৌতবিজ্ঞান জিকে | Work Power And Strength Question Answer | Physics Gk for All Competitive Exam
কার্য ক্ষমতা ও শক্তি প্রশ্ন উত্তর ভৌতবিজ্ঞান জিকে | Work Power And Strength Question Answer | Physics Gk for All Competitive Exam

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি কার্য ক্ষমতা ও শক্তি প্রশ্ন উত্তর ভৌতবিজ্ঞান জিকে | Work Power And Strength Question Answer | Physics Gk for All Competitive Exam . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে কার্য ক্ষমতা ও শক্তি প্রশ্ন উত্তর ভৌতবিজ্ঞান জিকে | Work Power And Strength Question Answer | Physics Gk for All Competitive Exam।




কার্য ক্ষমতা ও শক্তি প্রশ্ন উত্তর ভৌতবিজ্ঞান জিকে | Work Power And Strength Question Answer | Physics Gk for All Competitive Exam

1. কার্য, ক্ষমতা ও শক্তি এগুলি কি ধরনের রাশি?

উত্তর:- স্কেলার রাশি।

2. CGS পদ্ধতিতে কার্যের পরম একক লেখো।

উত্তর:- আর্গ।


3. SI পদ্ধতিতে কার্যের পরম একক লেখো।

উত্তর:- জুল বা নিউটন-মিটার।

4. CGS পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক লেখো।

উত্তর:- গ্রাম-সেন্টিমিটার।

5. SI পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক লেখো।

উত্তর:- কিলোগ্রাম-মিটার।

6. কার্যের ব্যবহারিক একক লেখো।

উত্তর:- জুল।

7. ১ জুল = কত আর্গ?

উত্তর:- ১ জুল = ১০৭ আর্গ

8. অমসৃণ তলের একটি বস্তুকে ঠেলে নিয়ে যাওয়া হলে ঘর্ষন বল দ্বারা কি ধরনের কৃতকার্য সৃষ্টি হবে?

উত্তর:- নেগেটিভ কৃতকার্য।


9. অভিকর্ষজ বল দ্বারা কি ধরনের কৃতকার্য সৃষ্টি হবে?

উত্তর:- শূন্য কৃতকার্য।

10. বস্তুর সরন সর্বদা অতিক্রান্ত দূরত্বের থেকে কি ধরনের হবে?

উত্তর:- সমান বা কম হবে।

11. ক্ষমতা কী?

উত্তর:- কার্য করার হারকে ক্ষমতা বলা হয়ে থাকে।

12. CGS পদ্ধতিতে ক্ষমতার পরম একক লেখো।

উত্তর:- আর্গ/সেকেন্ড।

13. SI পদ্ধতিতে ক্ষমতার পরম একক লেখো।

উত্তর:- ওয়াট।

14. CGS পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক লেখো।

উত্তর:- গ্রাম-সেমি/সেকেন্ড।


15. SI পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক লেখো।

উত্তর:- কিগ্রা-মিটার/সেকেন্ড।

16. ক্ষমতার ব্যবহারিক একক লেখো।

উত্তর:- ওয়াট।

17. ১ ওয়াট = কত আর্গ/সেকেন্ড?

উত্তর:- ১ ওয়াট = ১০৭ আর্গ/সেকেন্ড।

18. ১ হর্স পাওয়ার = কত ওয়াট?

উত্তর:- ১ হর্স পাওয়ার =৭৪৬ ওয়াট।


19. কোন এককের সাহায্যে বাড়িতে বিদ্যুতের বিল মাপা হয়?

উত্তর:- কিলোওয়াট আওয়ার (Kw-h)।

20. শক্তি কী?

উত্তর:- কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post