সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি লিভার প্রশ্ন উত্তর ভৌতবিজ্ঞান জিকে | Liver Related Questions Answers | Physics Gk in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে লিভার প্রশ্ন উত্তর ভৌতবিজ্ঞান জিকে | Liver Related Questions Answers | Physics Gk in Bengali।
লিভার প্রশ্ন উত্তর ভৌতবিজ্ঞান জিকে | Liver Related Questions Answers | Physics Gk in Bengali
1. লিভার বলতে কি বোঝায়?
উত্তর:- লিভার হল একধরনের সোজা বা বাঁকা দন্ড।
2. লিভার কি ধরনের যন্ত্র?
উত্তর:- সরল যন্ত্র।
3. লিভারে কি ধরনের শক্তি ব্যবহার করা হয়?
উত্তর:- যান্ত্রিক শক্তি।
4. লিভার কে আবিষ্কার করেছিলেন?
উত্তর:- আর্কিমিডিস।
5. কিসের উপর ভিত্তি করে লিভারকে ভাগ করা হয়ে থাকে?
উত্তর:- প্রযুক্ত বল, আলম্ব ও ভার।
6. অবস্থান অনুসারে লিভারকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ?
উত্তর:- তিনভাগে ভাগ করা যায়, যথা-
প্রথম শ্রেনীর লিভার, দ্বিতীয় শ্রেনীর লিভার, তৃতীয় শ্রেনীর লিভার
7. কোন শ্রেনীর লিভারের প্রযুক্ত বল ও ভার একই দিকে কাজ করে থাকে?
উত্তর:- প্রথম শ্রেনীর লিভার।
8. কোন শ্রেনীর লিভারের বল বাহু ও রোধ বাহু সমান হয়?
উত্তর:- প্রথম শ্রেনীর লিভার।
9. দাঁড়িপাল্লা বা সাধারণ তুলা যন্ত্র কি ধরনের লিভারের উদাহরণ?
উত্তর:- প্রথম শ্রেনীর লিভার।
10. যান্ত্রিক সুবিধা ১ এর কম বা বেশি হয় কোন শ্রেনী লিভারে?
উত্তর:- প্রথম শ্রেনীর লিভার।
11. কোন শ্রেনীর লিভারের প্রযুক্ত বল ও ভার বিপরীতমুখী কাজ করে?
উত্তর:- দ্বিতীয় ও তৃতীয় শ্রেনীর লিভার।
12. যান্ত্রিক সুবিধা ১ এর বেশি হয় কোন শ্রেনী লিভারে?
উত্তর:- দ্বিতীয় শ্রেনীর লিভার।
13. ছিপি খোলার যন্ত্র কি ধরনের লিভারের উদাহরণ?
উত্তর:- দ্বিতীয় শ্রেনীর লিভার।
14. যান্ত্রিক সুবিধা ১ এর কম হয় কোন শ্রেনী লিভারে?
উত্তর:- তৃতীয় শ্রেনীর লিভার।
15. মাছ ধরা ছিপ কি ধরনের লিভারের উদাহরণ?
উত্তর:- তৃতীয় শ্রেনীর লিভার।
16. মানুষের হাত ও মুখের চোয়াল কি ধরনের লিভারের উদাহরণ?
উত্তর:- তৃতীয় শ্রেনীর লিভার।
17. মানুষের পা কি ধরনের লিভারের উদাহরণ?
উত্তর:- দ্বিতীয় শ্রেনীর লিভার।
18. চামচ দিয়ে টিনের কৌটা ঢাকনা খোলার সময় চামচটি কি ধরনের লিভারের মত কাজ করে থাকে?
উত্তর:- প্রথম শ্রেনীর লিভার।
19. নততলের যান্ত্রিক সুবিধা নির্ভর করে কোনটির উপর?
উত্তর:- নততলের দৈর্ঘ্য ও নততলের উচ্চতার ওপর।
20. যে যন্ত্রের কর্মদক্ষতা ১ অর্থাৎ ১০০% হয় তাকে কি বলা হয়?
উত্তর:- আদর্শ যন্ত্র।
21. ভারের সরন বেশি ঘটানোর জন্য কি ধরনের লিভার ব্যবহার করা হয়ে থাকে?
উত্তর:- তৃতীয় শ্রেনীর লিভার।
22. নৌকার দাঁড় কি ধরনের লিভারের উদাহরণ?
উত্তর:- দ্বিতীয় শ্রেনীর লিভার।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF