ভিটামিন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | জীবন বিজ্ঞান জিকে | Vitamins Related Questions Answers | Life Sciences Gk Questions Answers

ভিটামিন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | জীবন বিজ্ঞান জিকে | Vitamins Related Questions Answers | Life Sciences Gk Questions Answers
ভিটামিন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | জীবন বিজ্ঞান জিকে | Vitamins Related Questions Answers | Life Sciences Gk Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভিটামিন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | জীবন বিজ্ঞান জিকে | Vitamins Related Questions Answers | Life Sciences Gk Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভিটামিন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | জীবন বিজ্ঞান জিকে | Vitamins Related Questions Answers | Life Sciences Gk Questions Answers।




ভিটামিন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | জীবন বিজ্ঞান জিকে | Vitamins Related Questions Answers | Life Sciences Gk Questions Answers

1. কে সর্বপ্রথম ভিটামিন শব্দটির নামকরণ করেছিলেন?

উত্তর:- কাশিমির ফাংক (১৯১২)।

2. কে সর্বপ্রথম ভিটামিন আবিষ্কার করেছিলেন?

উত্তর:- হপকিনস।


3. ভিটামিন নিয়ে পড়াশোনাকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- ভিটামিনোলোজি।

4. মানবদেহের কোথায় ভিটামিন সঞ্চিত হয়?

উত্তর:- যকৃত বা লিভার।

5. স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম কোন গুলি?

উত্তর:- ভিটামিন A, D, E, K

6. জলে দ্রবণীয় ভিটামিন কোন গুলি?

উত্তর:- B-কমপ্লেক্স, C


7. হাইপারভিটোমিনোসিস রোগের কারণ উল্লেখ করো?

উত্তর:- ফ্যাট সোলুবেল A, D, E, K  বা ভিটামিন আধ্যিকের জন্য।

8. ভিটামিন A এর রাসায়নিক নাম উল্লেখ করো?

উত্তর:- রেটিনল বা অ্যাজেরপথল।

9. ভিটামিন A এর উৎস লেখো?

উত্তর:- উদ্ভিজ উৎস- গাজর, টম্যাটো, পালং শাক, বাঁধাকপি, উদ্ভিজ তেল।

প্রাণীজ উৎস- দুধ, মাখন, ডিম, কড, হাঙর, হ্যালিবার্ট মাছের যকৃত নিঃসৃত তেল।


10. ভিটামিন A এর অভাব জনিত লক্ষ্মন কী?

উত্তর:- অন্ধত্ব, রাতকানা ও জেরোফথেলসিয়া।

11. কোন ভিটামিনটি একই সঙ্গে একটি রঞ্জক পদার্থ এবং হরমোন হিসেবে কাজ করে থাকে?

উত্তর:- ভিটামিন A.

12. Anti Infection Vitamin কোন ভিটামিনকে বলা হয়?

উত্তর:- ভিটামিন A কে।

13. Anti-Cancer Vitamin কোন ভিটামিনকে বলা হয়?

উত্তর:- ভিটামিন A কে।

14. রোগ প্রতিরোধক ভিটামিন বলা হয় কোন ভিটামিনকে?

উত্তর:- ভিটামিন A কে।


15. ভিটামিন D এর রাসায়নিক নাম কী?

উত্তর:- ক্যালসিফেরল।

16. ভিটামিন D এর উৎস উল্লেখ করো?

উত্তর:- উদ্ভিজ উৎস:- উদ্ভিজ তেল, বাঁধাকপি।

প্রাণীজ উৎস:- দুধ, মাখন, ডিম, কড, হাঙর, হ্যালিবার্ট মাছের যকৃত নিঃসৃত তেল।

17. ভিটামিন D -এর অভাবে কোন কোন রোগ হয়?

উত্তর:- রিকেট ও অস্টিওম্যালেশিয়া (হাড় নরম হয়ে যাওয়া)।

18. সূর্যালোকের উপস্থিতিতে মানুষের ত্বকে কোন ভিটামিন তৈরি হয়?

উত্তর:- ভিটামিন D

19. কোন ভিটামিনের জন্য শরীরের হাড় শক্ত হয়?

উত্তর:- ভিটামিন D


20. মাছের লিভার বা যকৃতে কোন ভিটামিন পাওয়া যায়?

উত্তর:- ভিটামিন A & D

21. ভিটামিন E এর রাসায়নিক নাম কী ?

উত্তর:- টোকোফেরল।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post