প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর | History Question Answers in Bengali GK

প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর | History Question Answers in Bengali GK
প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর | History Question Answers in Bengali GK

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর | History Question Answers in Bengali GK . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর | History Question Answers in Bengali GK।




প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর | History Question Answers in Bengali GK

1. কবে এবং কার নেতৃত্বে ভারতের সর্বপ্রথম পর্তুগিজ বাণিজ্যকুঠি নির্মিত হয়েছিল?

উত্তর:- 1500 খ্রিস্টাব্দে, ক্যাব্রালের নেতৃত্বে, কালিকটে।

2. প্রাচ্যদেশে পর্তুগিজ আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়ে থাকে?

উত্তর:- আলবুকার্ক।


3. আলবুকার্ক কবে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করেন?

উত্তর:- 1510 খ্রিস্টাব্দে।

4. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর:- 1600 খ্রিস্টাব্দের 31 শে ডিসেম্বর।

5. ইংরেজরা ভারতের কোথায় এবং কবে প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করে?

উত্তর:- সুরাট, 1613 খ্রিস্টাব্দে।


6. স্যার টমাস রো কার দূত হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় আসেন?

উত্তর:- ইংল্যান্ডের রাজা প্রথম জেমস, 1615 খ্রিষ্টাব্দে।

7. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রীস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:- 1664 খ্রিস্টাব্দে।

8. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করে?

উত্তর:- সুরাট, 1668 খ্রিস্টাব্দে।

9. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় তাদের  দ্বিতীয় বাণিজ্যকুঠি নির্মাণ করে?

উত্তর:- মুসলিপত্তনম, 1669 খ্রিস্টাব্দে।


10. মুর্শিদকুলি খাঁর প্রকৃত নাম কি ছিল?

উত্তর:- মহম্মদ হাদি

11. মহম্মদ হাদিকে কে মুর্শিদকুলি খাঁ উপাধি দেন?

উত্তর:- মোগল সম্রাট ঔরঙ্গজেব।

12. কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে (মকসুদাবাদ) স্থানান্তর করেছিল?

উত্তর:- মুর্শিদকুলি খাঁ।

13. মারাঠা জাতির নেপোলিয়ন কাকে বলে?

উত্তর:- প্রথম বাজিরাও (গ্রান্ট ডাফ অভিহিত করেছেন)

14. "হিন্দু-পাদ-পাদশাহী আদর্শ কে প্রচার করেছিল?

উত্তর:- প্রথম বাজিরাও

15. বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিল?

উত্তর:- আয়ার কূট।

16. জব চার্নক কবে সুতানুটি গ্রামে বাণিজ্য কুঠি স্থাপন করেন?

উত্তর:- 1690 খ্রীঃ।


17. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এবং কার কাছ থেকে প্রথম বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করেছিল?

উত্তর:- 1691 খ্রীঃ মোগল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে বাংলার শাসনকর্তা ইব্রাহিম খানের কাছ থেকে।

18. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক কত টাকার বিনিময়ে 1691 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বাংলাদেশ বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করেছিল?

উত্তর:- 3000 টাকা।

19. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলাদেশে দুর্গ নির্মাণ করার অধিকার লাভ করেছিল?

উত্তর:- 1696 খ্রিস্টাব্দে।

20. কলকাতায় ফোর্ট উইলিয়াম কবে এবং কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর:- 1700 খ্রিস্টাব্দে, ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে।

21. ফারুকশিয়ারের ফরমান কবে জারি হয়েছিল?

উত্তর:- 1717 খ্রিস্টাব্দে।

22. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে মুর্শিদাবাদের টাঁকশাল ব্যবহারের অনুমতি পেয়েছিল?

উত্তর:- 1717 খ্রিস্টাব্দে (ফারুকশিয়ারের ফরমান অনুসারে)।


23. ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাগনাকার্টা বা মহাসনদ কাকে বলা হয়ে থাকে?

উত্তর:- 1717 খ্রিস্টাব্দের ফারুকশিয়ারের ফরমানকে।

24. অন্ধকূপ হত্যা (Black Hole Tragedy) কাহিনী কে প্রচার করেছিলেন?

উত্তর:- হলওয়েল।

25. সিরাজউদ্দৌলা কবে ইংরেজদের কাশিমবাজার কুটি আক্রমণ করেন?

উত্তর:- 1756 খ্রিস্টাব্দের 4ঠা জুন।

26. কলকাতার নাম পরিবর্তন করে কে আলিনগর রেখেছিলেন?

উত্তর:- সিরাজদৌলা (আলীবর্দী খাঁর নাম অনুসারে)।

27. সিরাজদৌলা কাকে আলিনগরের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন?

উত্তর:- মানিকচাঁদকে।


28. পলাশীর যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়?

উত্তর:- 1757 খ্রিস্টাব্দের 23শে জুন; ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজদৌলার মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।

29. পলাশীর যুদ্ধে সিরাজদৌলার কোন কোন সেনাপতি নিহত হন?

উত্তর:- মোহনলাল এবং মীর মদন।

30. মীরজাফরের মৃত্যুর পর কে বাংলার মসনদে বসেন?

উত্তর:- নজমউদ্দৌলা।

31. ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়ে থাকে?

উত্তর:- নানা ফড়নবিশ।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post