বাংলা সাহিত্যের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | History of Bengali Literature Questions Answers

বাংলা সাহিত্যের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | History of Bengali Literature Questions Answers
বাংলা সাহিত্যের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | History of Bengali Literature Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি বাংলা সাহিত্যের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | History of Bengali Literature Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা সাহিত্যের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | History of Bengali Literature Questions Answers।




বাংলা সাহিত্যের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | History of Bengali Literature Questions Answers

1. 'A Suitable Boy' বইটির লেখক কে?

উত্তর:- বিক্রম শেঠ।

2. জে কে রাউলিং কোন কাল্পনিক চরিত্রটির স্রষ্টা?

উত্তর:- হ্যারি পটার।


3. ‘পদাতিক' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তর:- সুভাষ মুখােপাধ্যায়।

4. ইতালীয় সাহিত্যিক কার্লো কলােডি কোন চরিত্রটির স্রষ্টা?

উত্তর:- পিনােচ্চিও।

5. ‘নষ্টনীড়' কবিতাটি কবি কে?

উত্তর:- সমর সেন।

6. বরাহমিহির রচিত গ্রন্থের নাম উল্লেখ করো?

উত্তর:- ‘বৃহৎসংহিতা’ ও ‘পঞ্চসিদ্ধান্তিকা।

7. বিমল কর সৃষ্ট গােয়েন্দা চরিত্রটির নাম উল্লেখ করো।

উত্তর:- কিঙ্করকিশাের রায়।


8. প্রথম বাংলা ধারাবাহিক ‘তেরাে পার্বণ’ -এর কাহিনিকার কে ছিলেন?

উত্তর:- সমরেশ মজুমদার।

9. বাংলা ভাষায় চতুর্দশপদী কবিতা (সনেট) কে প্রথম রচনা করেছিলেন?

উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত।

10. ইয়ান ফ্লেমিং কোন চরিত্রটির স্রষ্টা?

উত্তর:- জেমস বন্ড।

11. 'হু কিল্ড ড্যানিয়েল পার্ল’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:- বার্নার্ড হেনুরি লেভি।

12. টারজান চরিত্রটির সৃষ্টি কে?

উত্তর:- এডগার রাইস বারােজ।

13. ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ' কাব্যগ্রন্থের জন্য কোন লেখক জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন?

উত্তর:- বিষ্ণু দে (১৯৭১) সালে।


14. 'বুড়াে শালিখের ঘাড়ে রোঁ’ প্রহসনটির লেখক কে?

উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত।

15. বিদ্যাসাগর 'কস্যচিত উপযুক্ত ভাইপােস্য’ ছদ্মনাম নিয়ে কী কী রচনা করেছেন?

উত্তর:- অতি অল্প হইল (১৮৭৩), আবার অতি অল্প হইল। (১৮৭৩), ব্রজবিলাস (১৮৮৪)।

16. মধুসূদন দত্ত ‘Timothy Pen Poem' ছদ্মনামে কী লিখেছিলেন?

উত্তর:- A Vision of the past captive Ladie।

17. মধুসূদন সৃষ্ট ছন্দটির নাম কী?

উত্তর:- অমিত্রাক্ষর ছন্দ।


18. অমিত্রাক্ষর ছন্দের অনুসৃত ছন্দটির নাম কী?

উত্তর:- অমিত্রাক্ষর ছন্দের অনুসৃত ছন্দের নাম গৈরিশ ছন্দ।

19. দীনবন্ধু মিত্রের নীলদর্পন নাটকের ইংরেজী অনুবাদটির নাম কী?

উত্তর:- The Indigo Planting Mirror.

20. 'The Indigo Planting Mirror' এই নাটকটির ইংরাজী অনুবাদক কে?

উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত।

21.  বিদ্যাপতি কোন রাজার সভাকবি ছিলেন?

উত্তর:- মিথিলার রাজা শিবসিংহের।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post