পুরাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mythology Questions and Answers

পুরাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mythology Questions and Answers
পুরাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mythology Questions and Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পুরাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mythology Questions and Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পুরাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mythology Questions and Answers।




পুরাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mythology Questions and Answers

1. পুরাণ কয় ভাগে বিভক্ত ও কী?

উত্তর:- পুরাণ ১৮ টি ভাগে বিভক্ত। ১৮টি পুরান যথা- ব্রয়, ভগব্য, পদ্ম, বিষ্ণু, অগ্নি, ব্ৰত্মাণ্ড, গরুড়, ব্ৰত্মবৈর্ত, শিব, লিঙ্গ, নারদ, স্কন্দ, মার্কণ্ডেয়, মৎস, কুর্ম, ভবিষ্য, বরাহ, বামন।

2. বিষ্ণুর দশাবতারের নাম গুলি উল্লেখ করো।

উত্তর:- মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রামচন্দ্র, বলরাম, বুদ্ধ ও কল্কি।


3. সপ্তর্ষিমণ্ডলের সাত ঋষির নাম উল্লেখ করো।

উত্তর:- বশিষ্ঠ, অত্রি, অঙ্গিরা, মরিচী, পুলস্ত্য, পুলহ, ক্রতু।

4. পঞ্চশস্য বলতে কি বোঝায়?

উত্তর:- ধান, মাষ, মুগ, যব, তিল।

5. দশমহাবিদ্যা বলতে কি বোঝায়?

উত্তর:- কালী, তারা, ষােড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা।

6. বারােটি রাশি কী কী?

উত্তর:- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন।

7. ত্রিকাল কী কী?

উত্তর:- অতীত, বর্তমান, ভবিষ্যত।


8. চতুরাশ্রম কী কী?

উত্তর:- ব্ৰহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস।

9. পঞ্চভূত কী কী?

উত্তর:- ক্ষিতি, অপ, তেজঃ, মরুৎ ও ব্যোম।

10. ষড়রিপু কী কী?

উত্তর:- কাম, ক্রোধ, লােভ, মােহ ও মাৎসর্য।

11. পান্ডব জননী কুন্তির আসল নাম কী?

উত্তর:- পৃথা।

12. মহাভারতের কোন চরিত্রের আসল নাম দেবব্রত?

উত্তর:- ভীষ্ম।


13. মহাভারতের অপর নাম কি?

উত্তর:- জয়া।

14. পঞ্চম বেদ কোনটিকে বলা হয়?

উত্তর:- উপনিষদ।

15. মহাভারত অনুসারে কোন ঔষধ খেলে অমর হওয়া যায়?

উত্তর:- চবনপ্রাশ।

16. ভারতীয় পুরাণ অনুযায়ী দেবগুরু ও দৈত্যগুরু কে কে?

উত্তর:- বৃহস্পতি ও শুক্রাচার্য্য।

17. পুরাণের ত্রিকালদর্শী কাকটির নাম কী?

উত্তর:- ভুসুন্ডি।

18. পঞ্চতন্ত্র কে রচনা করেন?

উত্তর:- বিষ্ণুশর্মা।


19. সমুদ্রমন্থনে যে গাছটি উঠেছিল তার নাম কী?

উত্তর:- কল্পতরু।

20. সমুদ্রমন্থনের সময় যে মণিটি উঠেছিল তার নাম কী ?

উত্তর:- কৌস্তভমণি।

21. কোন যুদ্ধের সময় দূর্গার কপাল থেকে কালী সৃষ্টি হয়?

উত্তর:- শুম্ভ নিশুম্ভ যুদ্ধে।


22. ভরতের স্ত্রীর নাম কি?

উত্তর:- মান্ডবী।

23. রাবনের মৃত্যুর পর তার কোন স্ত্রী বিভীষণকে বিয়ে করেছিলেন?

উত্তর:- মন্দোদরী।

24. ভীষণের পুত্রের নাম কি?

উত্তর:- তরণীসেন।

25. রাবণের বাবা ও মায়ের নাম কি ?

উত্তর:- নিকষা ও বিশ্বশ্রবা মুনি।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post