4th November 2024 Current Affairs in Bengali Quiz | 4th নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

4th November 2024 Current Affairs in Bengali Quiz | 4th নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
4th November 2024 Current Affairs in Bengali Quiz | 4th নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 4th November 2024 Current Affairs in Bengali Quiz | 4th নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 4th November 2024 Current Affairs in Bengali Quiz | 4th নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




4th November 2024 Current Affairs in Bengali Quiz | 4th নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি ভারতের প্রথম প্রাইভেট মিলিটারি এয়ারক্রাফট ফ্যাক্টরি উদ্বোধন করা হলো কোথায়?

উত্তর:- গুজরাটের ভাদোদরায়।

2. সম্প্রতি প্রকাশিত Central Bank Report Cards 2024 -এ A+ গ্রেড পেলেন কে?

উত্তর:- RBI গভর্নর শক্তিকান্ত দাস।

3. ভারতের প্রথম 'Writer's Village' চালু হতে চলেছে কোথায়?


উত্তর:- দেরাদুন


4. সম্প্রতি Axis Bank ব্যাঙ্কের MD এবং CEO পদে পুনরায় নিযুক্ত হলেন কে?

উত্তর:- অমিতাভ চৌধুরী

5. Airports Authority of India (AAI) -এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- বিপিন কুমার

6. সম্প্রতি প্রকাশিত "Ratan Tata: A Life" শিরোনামে বইটি কে লিখলেন?


উত্তর:- ড. থমাস ম্যাথিউ


7. Ganga Utsav 2024 অনুষ্ঠিত হতে চলেছে কোথায়?

উত্তর:- হরিদ্বার

8. সম্প্রতি "Asia Clean Energy Summit 2024" আয়োজিত হলো কোন দেশে?

উত্তর:- সিঙ্গাপুরে

9. সম্প্রতি অনুষ্ঠিত 'Sultan of Johor Cup Junior Hockey Tournament' -এ নিউজিল্যান্ডকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতলো কোন দেশ?

উত্তর:- ব্রোঞ্জ


10. সম্প্রতি World Uyghur Congress -এর নতুন চেয়ারপার্সন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- Rushan Abbas.

আরও পড়ুন:- 3rd নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post