হলদিয়া শিল্পাঞ্চলে প্রধান প্রধান শিল্পসমূহ গড়ে ওঠার কারণ | Haldia Industrial Zone Reason of Industries Development

হলদিয়া শিল্পাঞ্চলে প্রধান প্রধান শিল্পসমূহ গড়ে ওঠার কারণ | Haldia Industrial Zone Reason of Industries Development
হলদিয়া শিল্পাঞ্চলে প্রধান প্রধান শিল্পসমূহ গড়ে ওঠার কারণ | Haldia Industrial Zone Reason of Industries Development

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি হলদিয়া শিল্পাঞ্চলে প্রধান প্রধান শিল্পসমূহ গড়ে ওঠার কারণ | Haldia Industrial Zone Reason of Industries Development . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে হলদিয়া শিল্পাঞ্চলে প্রধান প্রধান শিল্পসমূহ গড়ে ওঠার কারণ | Haldia Industrial Zone Reason of Industries Development।




হলদিয়া শিল্পাঞ্চলে প্রধান প্রধান শিল্পসমূহ গড়ে ওঠার কারণ | Haldia Industrial Zone Reason of Industries Development

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর গড়ে ওঠা হলদিয়া শিল্পাঞ্চল হল ভারতের একটি অন্যতম শিল্পাঞ্চল। মূলত হলদিয়া বন্দর কে কেন্দ্র করেই এই শিল্পাঞ্চলটি ব্যপকভাবে প্রসার লাভ করেছে। এই শিল্পাঞ্চলের প্রধান শিল্প হল পেট্রোকেমিক্যাল শিল্প। হলদিয়া মহকুমার প্রায় ৩৫০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিয়ে শিল্পাঞ্চলটির বিস্তার ঘটেছে। এই শিল্পাঞ্চলটি পশ্চিমবঙ্গের তথা ভারতের সর্বাধুনিক শিল্পাঞ্চল


❏ অবস্থান:- হলদিয়া শিল্পাঞ্চলের তিন দিক দিয়ে নদী বেষ্টিত। উত্তর দিকে রূপনারায়ণ নদ ও হুগলি নদী, পূর্ব দিকে হুগলি নদী এবং দক্ষিণ দিকে হলদি নদী। শিল্পাঞ্চলটি থেকে বঙ্গোপসাগর ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্র সমতল থেকে শিল্পাঞ্চলটি ১০ মিটার উচ্চতায় অবস্থিত।


❏ হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান প্রধান শিল্পসমূহ:-

(1) খনিজতেল শোধনাগার:- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (I.O.C) অধীনে ১৯৬৮ সালে ফ্রান্স ও রুমানিয়ার সহায়তায় ৪৬৫ একর জমির ওপর এই শোধনাগারটি স্থাপিত হয়। বিদেশ থেকে জাহাজযোগে হলদিয়া বন্দরের মাধ্যমে আমদানি করা খনিজতেলের ওপর ভিত্তি করে শোধনাগারটি গড়ে ওঠে।


(2) পেট্রো-রসায়ন শিল্প:- হলদিয়া তেল শোধনাগার থেকে প্রাপ্ত উপজাত দ্রব্যের (ন্যাপথা, বুটাডিন, বেনজল, প্রোপেন, ইথেন, প্রোপাইলিন প্রভৃতি) ওপর নির্ভর করে পশ্চিমবঙ্গ সরকার ও বিভিন্ন বেসরকারি শিল্পগোষ্ঠীর সহায়তায় এখানে একটি বৃহদায়তন পেট্রোকেমিকেল কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। মূল কারখানায় উৎপাদন শুরু হয় ২০০১ সালে।


(3) রাসায়নিক সার:- তৈলশোধনাগার থেকে প্রাপ্ত ন্যাপথা ও আমদানি করা ফসফেটের সাহায্যে হিন্দুস্থান ফার্টিলাইজার কর্পোরেশনের পরিচালনায় এখানে একটি রাসায়নিক সার কারখানা স্থাপিত হয়েছে।

(4) ফসফেট কারখানা:- ১৯৭৯ সালে হিন্দুস্থান লিভারের উদ্যোগে ডিটারজেন্ট শিল্পের অন্যতম কাঁচামাল ফসফেট তৈরির জন্য এখানে কারখানা স্থাপিত হয়।


(5) কীটনাশক:- শ’ওয়ালেস কোম্পানির উদ্যোগে এখানে চারপ্রকার কীটনাশক তৈরির কারখানা স্থাপিত হয়েছে।

(6) জাহাজ মেরামতি:- হলদিয়া ডকে জাহাজ মেরামতের জন্য কারখানা গড়ে উঠেছে।

(7) ব্যাটারি তৈরি:- ক্লোরাইড ইন্ডিয়া লিমিটেড এখানে ব্যাটারি তৈরির কারখানা স্থাপন করেছে।

(8) সাবান তৈরি:- হিন্দুস্থান লিভার এখানে একটি সাবান তৈরির কারখানা চালু করেছে।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post