3rd November 2024 Current Affairs in Bengali Quiz | 3rd নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

3rd November 2024 Current Affairs in Bengali Quiz | 3rd নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
3rd November 2024 Current Affairs in Bengali Quiz | 3rd নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 3rd November 2024 Current Affairs in Bengali Quiz | 3rd নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd November 2024 Current Affairs in Bengali Quiz | 3rd নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




3rd November 2024 Current Affairs in Bengali Quiz | 3rd নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের MD এবং CEO হিসাবে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- অশোক চন্দ্র

2. সম্প্রতি কে ভারতের প্রতিরক্ষা সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন?

উত্তর:- রাজেশ কুমার সিং

3. সম্প্রতি হিমাচল প্রদেশের কোন শহরে রাজ্যের প্রথম ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন করা হয়?


উত্তর:- বিলাসপুর


4. ওডিআই ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা মহিলা ক্রিকেটার কে হলেন?

উত্তর:- স্মৃতি মান্ধানা (৮টি সেঞ্চুরি)

5. সম্প্রতি ভারতের প্রথম এনালগ স্পেস মিশন কোন জায়গায় চালু করা হয়েছে?

উত্তর:- লেহ, লাদাখ

6. সম্প্রতি ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ম্যাথু ওয়েড কোন দেশের খেলোয়াড়?

উত্তর:- অস্ট্রেলিয়া

7. RBI -এর রিপোর্ট অনুযায়ী ভারতের মোট সোনার মজুদ কত?


উত্তর:- 854.73 মেট্রিক টন


8. সম্প্রতি প্রয়াত বিবেক দেবরয় কোন ক্ষেত্রের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন?

উত্তর:- অর্থনীতি

9. সম্প্রতি কে ভারতীয় বায়ুসেনার রক্ষণাবেক্ষণের এয়ার অফিসার-ইন-চার্জ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন?

উত্তর:- এয়ার মার্শাল অজয় ​​কুমার অরোরা

10. সম্প্রতি প্রকাশিত FIFA র‌্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল দল কততম স্থান অধিকার করেছে?

উত্তর:- 125 তম।

আরও পড়ুন:- 2nd নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post