WBCS ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | WBCS Previous Years Questions Paper History

WBCS ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | WBCS Previous Years Questions Paper History
WBCS ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | WBCS Previous Years Questions Paper History

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি WBCS ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | WBCS Previous Years Questions Paper History . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBCS ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | WBCS Previous Years Questions Paper History।




WBCS ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | WBCS Previous Years Questions Paper History

1. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন?

উত্তর:- দাদাভাই নওরোজি

2. দিল্লি সুলতানি যুগের কোন কবিকে হিন্দুস্থানের তোতাপাখি বলা হত?

উত্তর:- আমির খসরু


3. একজন বিপ্লবীর নাম উল্লেখ করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন?

উত্তর:- বিনয় বসু

4. তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘোরী এবং কার মধ্যে সংঘটিত হয়েছিল?

উত্তর:- পৃথ্বীরাজ চৌহান

5. মাতৃ ভাষায় সংবাদপত্র আইন কে জারি করেছিলেন?

উত্তর:- লর্ড লিটন

6. ইক্তা প্রথার কে প্রবর্তন করেছিলেন?

উত্তর:- ইলতুৎমিস


7. মাতৃভাষায় সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়?

উত্তর:- 1878 খ্রিস্টাব্দে

8. বাংলায় আদিনা মসজিদ কে নির্মান করেছিলেন?

উত্তর:- সিকান্দার শাহ

9. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ছিল?

উত্তর:- সমাচার দর্পণ

10. সুলতানি আমলে কোন বাঙালি কবি গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত হয়েছিল?

উত্তর:- মালাধর বসুকে

11. স্বরাজ্য দল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর:- 1923 সালে

12. কত খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?

উত্তর:- 1906 খ্রিস্টাব্দে


13. হুমায়ুননামা কে রচনা করেন?

উত্তর:- গুলবদন বেগম

14. তিতুমীর কে ছিলেন?

উত্তর:- ওয়াহাবি আন্দোলনের নেতা

15. কবুলিয়াত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেছিলেন?

উত্তর:- শেরশাহ

16. স্বরাজ্য দলের একজন নেতার নাম উল্লেখ করো।

উত্তর:- চিত্তরঞ্জন দাশ

17. স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো।

উত্তর:- বর্তমান ভারত


18. মুঘল ভারতে কে জিন্দাপীর নামে অভিহিত পরিচিত ছিলেন?

উত্তর:- ওরঙ্গজেব

19. ডান্ডি অভিযান কবে সংঘটিত হয়?

উত্তর:- 12 ই মার্চ 1930 সালে

20. কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেছিলেন?

উত্তর:- আলাউদ্দিন খলজী।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post