সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভারতে শিক্ষা প্রসারে উডের ডেসপ্যাচ নীতি | Wood Despatch Policy Spread of Indian Education . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতে শিক্ষা প্রসারে উডের ডেসপ্যাচ নীতি | Wood Despatch Policy Spread of Indian Education।
ভারতে শিক্ষা প্রসারে উডের ডেসপ্যাচ নীতি | Wood Despatch Policy Spread of Indian Education
❏ ভারতে ব্রিটিশ শাসনের শুরু থেকে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ইংরেজরা কোনো বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেনি। তাঁদের ভয় ছিল পাশ্চাত্য শিক্ষার দ্রুত প্রসার ঘটলে ব্রিটিশ শাসনের পক্ষে তা ক্ষতিকারক হবে।
❏ উডের ডেসপ্যাচ:- অবশেষে ১৮৫৪ খ্রিস্টাব্দে কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতে শিক্ষা প্রসারের জন্য একটি সুস্পষ্ট নীতি ঘোষণা করে একটি নির্দেশপত্র পাঠান। এটি উডের ডেসপ্যাচ বা নির্দেশনামা নামে পরিচিত। ভারতীয় শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে এটি একটি মহাসনদ বা ম্যাগনা কার্টা।
❏ সুপারিশ:- উডের সুপারিশগুলি ছিল—
● (১) একটি স্বতন্ত্র শিক্ষাবিভাগ প্রতিষ্ঠা করা।
● (২) প্রেসিডেন্সি শহরগুলিতে অর্থাৎ কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই - এ বিশ্ববিদ্যালয় স্থাপন করা।
● (৩) মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা।
● (৪) নারী শিক্ষার প্রসার ঘটানো।
● (৫) বেসরকারি স্কুল ও কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারি অনুদান দেওয়ার ব্যবস্থা করা।
❏ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ:- উডের নির্দেশনামার ভিত্তিতে ভারতে শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হতে থাকে। ১৮৫৭ খ্রিস্টাব্দে কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শিক্ষাব্যবস্থা পরিচালনার জন্য প্রত্যেকটি প্রদেশে একটি স্বতন্ত্র শিক্ষাবিভাগ প্রতিষ্ঠিত হয়। ১৮৭০ খ্রিস্টাব্দে বড়োলাট লর্ড মেয়ো প্রাদেশিক সরকারের ওপর শিক্ষা দপ্তরের ভার দেন।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF