বিজ্ঞানী ডেভিসের ক্ষয়চক্রের ধারণা | Scientist Davies Concept of Erosion Cycle

বিজ্ঞানী ডেভিসের ক্ষয়চক্রের ধারণা | Scientist Davies Concept of Erosion Cycle
বিজ্ঞানী ডেভিসের ক্ষয়চক্রের ধারণা | Scientist Davies Concept of Erosion Cycle

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি বিজ্ঞানী ডেভিসের ক্ষয়চক্রের ধারণা | Scientist Davies Concept of Erosion Cycle . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিজ্ঞানী ডেভিসের ক্ষয়চক্রের ধারণা | Scientist Davies Concept of Erosion Cycle।




বিজ্ঞানী ডেভিসের ক্ষয়চক্রের ধারণা | Scientist Davies Concept of Erosion Cycle

কোনো অঞ্চলের ভূমিরূপের সৃষ্টি ও বিনাশ সম্পর্কে ডেভিস বর্ণিত ভৌগোলিক ক্ষয়চক্রের ধারণাটি সর্বজনগ্রাহ্য নয়। ভূবিজ্ঞানী পেংক, ক্লিক্‌মে এবং হ্যাক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ডেভিসের ভৌগোলিক ক্ষয়চক্রের ধারণার সমালোচনা করে তাঁদের মতামত ব্যক্ত করেছেন।


■ (ক) পেংক -এর সমালোচনা:- ১৯২৪ সালে জার্মান ভূবিজ্ঞানী ওয়ালতার পেংক (Walter Penck) ডেভিস বর্ণিত 'ক্ষয়চক্র' ধারণাটির তীব্র বিরোধিতা করে তাঁর মতামত ব্যক্ত করেছেন।

● (১) ডেভিসের ধারণা অনুযায়ী ভূমিরূপের বিবর্তন অতি দ্রুত সংঘটিত হয়, কিন্তু পেংকের মতে ভূমিরূপের বিবর্তন একটি দীর্ঘকালীন ধারাবাহিক প্রক্রিয়া (Long Continued Process)।


● (২) ডেভিসের ধারণা অনুযায়ী ভূমিরূপের দ্রুত প্রাথমিক উত্থানপর্বে সামগ্রিকভাবে অঞ্চলটিতে ক্ষয়কাজের প্রভাব তেমন একটা দেখা যায় না , কিন্তু পেংকের মতে ভূমিরূপের উত্থানপর্বের সঙ্গে সঙ্গে ক্ষয়চক্র শুরু হয়।

● (৩) ডেভিসের মতে ভূমিরূপের উত্থানপর্বের পরিসমাপ্তি, যৌবন অবস্থার সঙ্গে সঙ্গেই ঘটে ; কিন্তু পেংকের মতে ভূমিরূপের উত্থানপর্ব পরিণত অবস্থা পর্যন্ত অব্যাহত থাকে।


● (৪) ডেভিসের মতে, ভূমিরূপের বিবর্তন সম্পর্কিত ‘ক্ষয়চক্র' ধারণাটি হল একটি সময় নির্ভর অনুক্রম (Time dependent series)। অন্যদিকে পেংক বলেছেন, ক্ষয়চক্র হল একটি সময় নিরপেক্ষ অনুক্রম (Time independent series)

● (৫) ডেভিসের মতে শৈলশিরাসমূহের নিম্নমুখী ক্ষয়ের ফলে ভূমিরূপের উচ্চতা ক্রমশ কমতে থাকে। অন্যদিকে পেংকের মতে, পশ্চাদদেশীয় (Back Wasting) ক্ষয়ের ফলে শৈলশিরাগুলি ক্ষয়প্রাপ্ত হয়।


■ (খ) ক্রিকমের সমালোচনা:- ১৯৩৩ সালে ভূবিজ্ঞানী ক্রিমে (C.H.Crickmay) ‘ক্ষয়চক্র’ সম্পর্কে ডেভিসের সমালোচনা করে। তাঁর মতামত ‘অসমবিকাশ তত্ত্বে' (Law of Unequal Development) ব্যক্ত করেন।

● (১) ডেভিসের মতে, ক্ষয়চক্রের ফলে ভূমিরূপের বিবর্তন পর্যায়ক্রমে সংঘটিত হয় (যেমন, যৌবনাবস্থা শেষ হলে পরিণত অবস্থা এবং পরিণত অবস্থার পরিসমাপ্তিতে বার্ধক্য শুরু হয়)। ক্রিক্‌মে বলেছেন, ক্ষয়চক্রের ফলে সমগ্র ভূমিরূপটি কখনোই একসঙ্গে যৌবন অবস্থা থেকে প্রৌঢ়ত্বে এবং প্রোঢ়ত্ব থেকে বার্ধক্যে পৌঁছোয় না।

● (২) ডেভিসের মতে, বার্ধক্য অবস্থায় আবহবিকার ও পুঞ্জিত ক্ষয় নদীর পার্শ্বক্ষয়ের তুলনায় প্রাধান্য পায়। ক্রিমের মতে আবহবিকার ও পুঞ্জিতক্ষয়ের তুলনায় নদীর পার্শ্বক্ষয় বেশি হয়।


● (৩) ডেভিসের মতে, বার্ধক্য অবস্থায় অঞ্চলটির ওপর প্রায় সমতল ভূমিভাগ বা সমপ্রায় ভূমি (Peneplain) গঠিত হয়, কিন্তু ক্লিক্‌মে বার্ধক্য অবস্থায় গঠিত প্রায় সমতল ভূমিভাগকে 'Peneplain'- এর পরিবর্তে Panplane নামে আখ্যায়িত করেছেন।

■ (গ) হ্যাকের সমালোচনা:- ভূবিজ্ঞানী হ্যাক  ভূমিরূপের বিবর্তন সম্পর্কে ডেভিস বর্ণিত ক্ষয়চক্র ধারণার সমালোচনা করে তাঁর মতামত ‘গতিশীল ভারসাম্য তত্ত্বে’ ব্যক্ত করেছেন।

● (১) ডেভিসের ধারণা অনুযায়ী ভূমিরূপের বিবর্তনে ক্ষয়চক্রের ভূমিকাই মুখ্য। কিন্তু হ্যাকের মতে, ভূমিরূপের বিবর্তনে ক্ষয়চক্রের কোনো ভূমিকাই নেই, কেননা বাস্তবে ক্ষয়চক্রের কোনো অস্তিত্ব নেই।


● (২) ডেভিসের মতে, ভূমিরূপের পরিবর্তন পর্যায়ক্রমে সংঘটিত হয়। কিন্তু হ্যাকের মতে ভূমিরূপ গঠনকারী শক্তিসমূহ পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিরূপ গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রিয়াশীল হয়। কোনো অঞ্চলের ভূমিরূপের বিবর্তন সম্পর্কে ডেভিস বর্ণিত ভৌগোলিক ক্ষয়চক্রের ধারণাটি সর্বজনগ্রাহ্য না হলেও, একথা অনস্বীকার্য যে, W. M. Davis সর্বপ্রথম অতি প্রাঞ্জল ভাষায় ভূমিরূপের বিবর্তন ব্যাখ্যা করেছেন। তা ছাড়া ‘ক্ষয়সীমা’ (Base level of erosion) সম্পর্কিত ধ্যানধারণার ক্ষেত্র প্রস্তুত করে গেছেন।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post