সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 24th November 2024 Current Affairs in Bengali Quiz | 24th নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 24th November 2024 Current Affairs in Bengali Quiz | 24th নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
24th November 2024 Current Affairs in Bengali Quiz | 24th নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "বিশ্ব পোলিও দিবস" (World Polio Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 24th নভেম্বর
2. ভারতের প্রথম নাইট সাফারি পার্ক কোন শহরে তৈরি হতে চলেছে?
উত্তর:- লক্ষ্ণৌ
3. ভারতের যোগাযোগ ব্যবস্থায় সাহায্য করার জন্য SpaceX -এর ফ্যালকন-9 রকেট সম্প্রতি কোন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে?
উত্তর:- GSAT-N2 (GSAT-20)
4. সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী মোদী-
উত্তর:- ডমিনিকা (Dominica).
5. ভারতের 56তম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে কোনটিকে?
উত্তর:- গুরু ঘাসীদাস-তামর পিংলা টাইগার রিজার্ভ
6. সম্প্রতি কোন দেশ একটি নতুন সংবিধান অনুমোদন করেছে?
উত্তর:- গ্যাবন (Gabon)
7. 'পূরবী প্রহর' ('Purvi Prahar') নামক যৌথ সামরিক মহড়া সম্প্রতি কোন রাজ্যে আয়োজিত হলো?
উত্তর:- অরুণাচল প্রদেশ
8. ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে গ্লোবাল অ্যালায়েন্স সম্প্রতি কোন সম্মেলনে প্রকাশিত হয়েছে?
উত্তর:- G20 সম্মেলনে।
9. 'জয়েন্ট রিলিজ 2024' অনুশীলন কোথায় অনুষ্ঠিত হলো?
উত্তর:- আহমেদাবাদ
10. সম্প্রতি দেশের নতুন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- সঞ্জয় মূর্তি (Sanjay Murthy).
আরও পড়ুন:- 23rd নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স