সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উত্তর আমেরিকা মহাদেশ সংক্রান্ত প্রশ্ন উত্তর | North America Continent Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উত্তর আমেরিকা মহাদেশ সংক্রান্ত প্রশ্ন উত্তর | North America Continent Questions Answers।
উত্তর আমেরিকা মহাদেশ সংক্রান্ত প্রশ্ন উত্তর | North America Continent Questions Answers
1. পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর:- উত্তর আমেরিকা
2. উত্তর আমেরিকা মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত?
উত্তর:- উত্তর গোলার্ধে।
3. উত্তর আমেরিকা মহাদেশ আয়তনে ভারতের প্রায় কতগুণ?
উত্তর:- ৬ গুন
4. কত সালে কে উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন?
উত্তর:- ১৫০১ সালে আমেরিগো ভেসপুচি
5. ভারতীয় দ্বীপপুঞ্জ বলতে কোনগুলিকে বোঝায়?
উত্তর:- ১৪৯২ সালে ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করতে গিয়ে বর্তমান উত্তর আমেরিকা মহাদেশের পূর্বদিকের দ্বীপপুঞ্জ এ উপস্থিত হয় ওই দীপগুলকে ভারতীয় দ্বীপপুঞ্জ বলে মনে করেন।
6. উত্তর আমেরিকার অবস্থান উল্লেখ করো।
উত্তর:- মহাদেশটি দক্ষিণে ৭ ডিগ্রী উত্তর অখ্যাংশ থেকে উত্তরে ৮৪ ডিগ্রী উত্তর অখ্যাংশ পর্যন্ত এবং পূর্বদিকে ২০ ডিগ্রী পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে ১৭৩ ডিগ্রী পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত অবস্থিত।
7. উত্তর আমেরিকার উত্তরে কোন সাগর অবস্থিত?
উত্তর:- উত্তর মহাসাগর
8. উত্তর আমেরিকার পূর্বে কোন মহাসাগর অবস্থিত?
উত্তর:- আটলান্টিক মহাসাগর
9. উত্তর আমেরিকার দক্ষিণ পশ্চিমে কোন মহাসাগর অবস্থিত?
উত্তর:- প্রশান্ত মহাসাগর
10. উত্তর আমেরিকা মহাদেশ কোন প্রণালী দ্বারা এশিয়া থেকে পৃথক হয়েছে?
উত্তর:- বেরিং প্রণালী
11. বেরিং প্রণালী উত্তর আমেরিকার কোন দিকে অবস্থিত?
উত্তর:- উত্তর দিকে
12. উত্তর আমেরিকাকে কে দক্ষিণ আমেরিকা দিয়ে পৃথক করেছে কোন খাল?
উত্তর:- পানামা খাল
13. উত্তর আমেরিকার প্রধান নদীর নাম উল্লেখ করো?
উত্তর:- মিসিসিপি-মিসৌরি (৬২৭০ কিমি )
14. উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর:- ম্যাককিনলে (৬১৯০ কিমি )
15. উত্তর আমেরিকা মহাদেশ কতগুলি দেশ নিয়ে গঠিত?
উত্তর:- ২৩টি দেশ।
16. উত্তর আমেরিকার কিছু বিখ্যাত শহরের নাম উল্লেখ করো?
উত্তর:- ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সিটি, শিকাগো, টরন্টো
17. ভূপ্রকৃতির তারতম্যের ভিত্তিতে উত্তর আমেরিকা মহাদেশকে কটি ভাগে ভাগ করা যায়?
উত্তর:- তিনটি
18. পশ্চিমের পার্বত্য অঞ্চলকে কি বলা হয়ে থাকে?
উত্তর:- কর্ডিলেরা
19. পশ্চিমের পার্বত্য অঞ্চল সীমানা উল্লেখ করো।
উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর উত্তরে বেরিং প্রণালী থেকে শুরু করে দক্ষিণে পানামা খাল পর্যন্ত অবস্থিত।
20. কর্ডিলেরা দক্ষিণ দিকে কি নামে দক্ষিণ আমেরিকা মহাদেশ পর্যন্ত প্রসারিত হয়েছে?
উত্তর:- আন্দিজ পর্বত নামে।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF