সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 25th November 2024 Current Affairs in Bengali Quiz | 25th নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 25th November 2024 Current Affairs in Bengali Quiz | 25th নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
25th November 2024 Current Affairs in Bengali Quiz | 25th নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. কোন দেশ প্রথম 'খো খো' বিশ্বকাপ আয়োজন করতে চলেছে?
উত্তর:- ভারত
2. সম্প্রতি কে ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ডেটা ব্যাঙ্ক চালু করেছেন?
উত্তর:- ডঃ জিতেন্দ্র সিং
3. সম্প্রতি, ISRO 'গগনযান' মিশনের জন্য কোন দেশের মহাকাশ সংস্থার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর:- অস্ট্রেলিয়া
4. সম্প্রতি কোন দেশে জল সংকটের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে-
উত্তর:- ইকুয়েডর
5. সম্প্রতি কে মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন?
উত্তর:- বিচারপতি ডি. কৃষ্ণকুমার
6. সম্প্রতি কোন দেশ মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি 2024- শিরোপা জিতেছে?
উত্তর:- ভারত
7. কোন রাজ্য 2025 সালের খেলো ইন্ডিয়া যুব গেমস এবং প্যারা গেমসের আয়োজন করতে চলেছে?
উত্তর:- বিহার
8. সম্প্রতি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- এ এম এম নাসির উদ্দিন (AMM Nasir Uddin)
9. সম্প্রতি কোন দেশ ICA গ্লোবাল কো-অপারেটিভ কনফারেন্স আয়োজন করতে চলেছে?
উত্তর:- ভারত
10. কোন দেশ সম্প্রতি ISA এর পূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয়েছে?
উত্তর:- আর্মেনিয়া।
আরও পড়ুন:- 24th নভেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স