সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? নিষ্ক্রিয় গ্যাসগুলির ব্যবহার | Inert Gas and Use of Inert Gases | Chemistry GK for All Competitive Exam . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? নিষ্ক্রিয় গ্যাসগুলির ব্যবহার | Inert Gas and Use of Inert Gases | Chemistry GK for All Competitive Exam।
নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? নিষ্ক্রিয় গ্যাসগুলির ব্যবহার | Inert Gas and Use of Inert Gases | Chemistry GK for All Competitive Exam
❏ নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? (What is an Inert Gas?)
যে সব গ্যাসীয় মৌল রাসায়নিকভাবে নিস্ক্রিয় অর্থাৎ অন্য কোনো মৌলের সাথে সংযুক্ত হয় না, এমনকি নিজেদের মধ্যেও সংযুক্ত না হয়ে, সর্বদা এক পরমাণুক অবস্থা বিরাজ করে তাদেরকে নিস্ক্রিয় গ্যাস (Noble Gas) বলা হয়।
■ নিস্ক্রিয় গ্যাস মোট ৭টি। এগুলো হলো : হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr), জেনন (Xe), রেডন (Rn) এবং ওগানেসন (Og)।
❏ নিষ্ক্রিয় গ্যাসগুলির ব্যবহার (Use of Inert Gases)
■ (1) হিলিয়াম গ্যাসের ব্যবহার (Use of Helium Gas):-
(i) হিলিয়াম গ্যাস হালকা ও অদাহ্য হওয়ায় বেলুন ও উড়োজাহাজের টায়ার স্ফীত করার কাজে ব্যবহার করা হয়ে থাকে।
(ii) ডুবুরিরা শ্বাসকার্যে ব্যবহারের জন্য 20% অক্সিজেন ও 80% হিলিয়াম গ্যাসের মিশ্রণ ব্যবহার করে থাকে।
(iii) হিলিয়াম ও অক্সিজেন গ্যাসের মিশ্রণ হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
(iv) নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করতে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়ে থাকে।
(v) কম তাপমাত্রায় গবেষণার জন্য গবেষণাগারে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়।
(vi) প্রতিপ্রভ নলে নিয়ন গ্যাসের সাথে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়ে থাকে।
(vii) নিম্ন তাপমাত্রা পরিমাপে ব্যবহৃত গ্যাস থার্মোমিটারে হিলিয়াম ব্যবহার করা হয়ে থাকে।
(viii) এটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ব্যবহৃত হয়ে থাকে।
■ (2) নিয়ন গ্যাসের ব্যবহার (Use of Neon Gas):-
(i) নিয়ন বাতি ও নিয়ন চিহ্ন প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
(ii) আলোকসজ্জার জন্য নিয়ন গ্যাস ইলেকট্রিক বাল্বে ব্যবহৃত হয়ে থাকে।
(iii) সবুজ ঘরে উদ্ভিদ ও ফুলের বৃদ্ধিতে সহায়ক হিসেবে নিয়ন গ্যাস ব্যবহৃত হয়ে থাকে।
(iv) টেলিভিশন সেট, বেতার চিত্র এবং শব্দ চলচ্চিত্র ইত্যাদি' তে নিয়ন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে।
(v) বৈদ্যুতিক যন্ত্রের রক্ষাকবচ হিসেবে নিয়ন ও হিলিয়াম এর মিশ্রণ ব্যবহৃত হয়ে থাকে।
(vi) বিমানের পাইলটরা আলোক সংকেতরূপে নিয়ন আলো ব্যবহার করেন। কারণ এটি ঘন কুয়াশার মধ্যেও দূর থেকে দৃশ্যমান হয়।
(vii) নিয়ন আলো উজ্জ্বল লাল হয়ে থাকে। কিন্তু সবুজ বা নীল বর্ণের আলো তৈরিতে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস বা মার্কারির সাথে নিয়ন গ্যাসের মিশ্রণ ব্যবহৃত হয়ে থাকে।
(viii) ভোল্টমিটার, রেকটিফায়ার প্রভৃতি যন্ত্র সংরক্ষণে হিলিয়াম-নিয়ন গ্যাসের মিশ্রণ ব্যবহৃত হয়ে থাকে।
■ (3) আর্গন গ্যাসের ব্যবহার (Use of Argon Gas):-
(i) সস্তা বৈদ্যুতিক বাল্বের ভিতর নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টিতে আর্গন গ্যাস ব্যবহার করা হয়।
(ii) রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টিতে আর্গন গ্যাস ব্যবহৃত হয়ে থাকে।
(iii) ঝালাইকাজে নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টিতে আর্গন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে।
(iv) তেজস্ক্রিয়তা মাপার যন্ত্র, যেমন- গাইগার মুলার কাউন্টারে আর্গন গ্যাস ব্যবহৃত হয়ে থাকে।
(v) গ্যাস ক্রোমাটোগ্রাফিতে আর্গন ব্যবহৃত হয়।
■ (4) ক্রিপটন গ্যাসের ব্যবহার (Use of Krypton Gas):-
(i) কসমিক রশ্মি পরিমাপে আয়নিকরণ প্রকোষ্ঠে ক্রিপটন গ্যাস ব্যবহার করা হয়।
(ii) বৈদ্যুতিক গ্যাস বাল্বে বা টিউবলাইটে ক্রিপটন গ্যাস ব্যবহার করা হয়।
(iii) তীব্র আলো সৃষ্টির জন্য ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে ক্রিপটন ব্যবহৃত হয়ে থাকে।
(iv) বিভিন্ন তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্রে ক্রিপটন ব্যবহৃত হয়ে থাকে।
(v) খনি শ্রমিকদের ক্যাপ ল্যাম্পে ক্রিপটন ব্যবহার করা হয়ে থাকে।
■ (5) জেনন গ্যাসের ব্যবহার (Use of Xenon Gas):-
(i) গামা রশ্মি, নিউটন ও অন্যান্য নিউক্লিয় কণা শনাক্তকরণের জন্য বুদবুদ প্রকোষ্ঠে জেনন গ্যাস ব্যবহৃত হয়ে থাকে।
(ii) দ্রুতগতিসম্পন্ন আলোকচিত্র গ্রহণ করার জন্য ক্রিপটন-জেনন গ্যাসের মিশ্রণ ফটোগ্রাফিক ফ্লাশ নলে ব্যবহার করা হয়ে থাকে।
■ (6) রেডন গ্যাসের ব্যবহার (Use of Radon Gas):-
(i) ক্যান্সার কোষ ধ্বংস করার কাজে রেডন ব্যবহার করা হয়ে থাকে।
(ii) তেজস্ক্রিয় গবেষণার কাজে রেডন ব্যবহৃত হয়ে থাকে।
(iii) শরীরের ক্ষতিকর বৃদ্ধি লাঘবে রেডিওথেরাপি চিকিৎসায় রেডন ব্যবহার করা হয়ে থাকে।
■ (7) ওগানেসন গ্যাসের ব্যবহার (Use of Organic Gas):-
(i) এর সান্দ্রতা (viscosity) একটু অধিক বলে কম্পাস ও নাবিকদের অন্যান্য যন্ত্রে এটি ড্যাম্পার (damper) হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
(ii) এটি বৈদ্যুতিক ট্রান্সফরমার, টিউব লাইট ও রেডিও টিউবে ব্যবহার করা হয়।
(iii) মাটির নিচে পেট্রোলিয়াম স্থানান্তর নির্দেশনায় ট্রেসার (tracer) গ্যাস হিসেবে ওগানেসন করা হয়ে থাকে।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF