সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি নিউটনের গতিসূত্র সমূহ | Newton law of Motion | Physical Science GK for All Competitive Exam . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে নিউটনের গতিসূত্র সমূহ | Newton law of Motion | Physical Science GK for All Competitive Exam।
নিউটনের গতিসূত্র সমূহ | Newton law of Motion | Physical Science GK for All Competitive Exam
❏ নিউটনের গতিসূত্র (Newton law of Motion):-
সপ্তদশ শতাব্দীর শেষভাগে ব্রিটিশ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) বস্তুর গতি সম্পর্কিত তিনটি সূত্র আবিষ্কার করেন এবং সূত্রগুলি 1687 খ্রিস্টাব্দে ‘প্রিন্সিপিয়া’ নামক পুস্তকে প্রকাশিত হয়। এই সূত্র তিনটি নিউটনের গতিসূত্র নামে পরিচিত। সূত্রগুলি স্বতঃসিদ্ধ, এদের কোনো তাত্ত্বিক প্রমাণ না থাকলেও এগুলি গতিবিদ্যার ভিত্তিস্বরূপ।
❏ নিউটনের গতিসূত্রগুলি হল:-
■ প্রথম সূত্র:- বাইরে থেকে বল প্রয়োগ করে অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখা ধরে চলতে থাকবে।
■ দ্বিতীয় সূত্র:- কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে।
■ তৃতীয় সূত্র:- প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে।
❏ নিউটনের প্রথম সূত্রের আলোচনা:- নিউটনের প্রথম গতিসূত্র থেকে দুটি বিষয় জানা যায়-
(1) পদার্থের একটি স্বকীয় ধর্ম যথা জাড্য ধর্ম
(2) বলের সংজ্ঞা।
● (1) পদার্থের জাড্য (Inertia of matter):- নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জানি যে, স্থির বস্তুর ধর্মই হল চিরকাল স্থির থাকা এবং গতিশীল বস্তুর ধর্মই হল চিরকাল সমবেগে একই সরলরেখায় চলা। বস্তুর স্থির কিংবা গতিশীল অবস্থা বজায় রাখার এই ধর্মকে তার জাড্য (inertia) বলে।
● (2) বলের সংজ্ঞা (Definition of force):- বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির অবস্থা কিংবা সরলরেখায় সমবেগে গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় কিংবা পরিবর্তন করার চেষ্টা করা হয় তাকে বল বলে।
❏ নিউটনের দ্বিতীয় সূত্রের আলোচনা:- নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানতে পারি—
(i) ভরবেগ সম্বন্ধে ধারণা,
(ii) বলের পরিমাপ ও বলের দিক এবং
(iii) বলের পরম একক।
● (i) ভরবেগ (Momentum):- ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয়, তাকে বস্তুটির ভরবেগ বলে। গণিতের ভাষায় কোনো বস্তুর ভর ও বেগের গুণফল হল বস্তুটির ভরবেগ। বস্তুর ভর m এবং বেগ v হলে, বস্তুটির ভরবেগ p = m × v হবে।
● (ii) বলের পরিমাপ ও বলের দিক:- নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। যদি প্রযুক্ত বল P হয়, তাহলে P ~ ভরবেগের পরিবর্তনের হার।
● (iii) বলের পরম একক:- C.G.S. পদ্ধতিতে বলের পরম একক ডাইন (dyne)। 1 ডাইন এরূপ বল যা 1 গ্রাম ভরের ওপর ক্রিয়া করে 1 সেমি / সে2 ত্বরণ সৃষ্টি করে। SI পদ্ধতিতে বলের পরম একক নিউটন (newton)। 1 নিউটন এরূপ বল যা 1 কেজি ভরের ওপর ক্রিয়া করে 1 মিটার / সে2 ত্বরণ সৃষ্টি করে। 1 নিউটন = 10 to power 5 ডাইন।
❏ নিউটনের তৃতীয় সূত্রের আলোচনা:- নিউটনের তৃতীয় গতিসূত্রটি হল— প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
● ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটির প্রয়োগ বিন্দু আলাদা:- যখন একটি বস্তু (A) অন্য একটি বস্তু (B) -এর ওপর বল প্রয়োগ করে তখন ওই বলকে ক্রিয়া (action) বলে। সঙ্গে সঙ্গে বস্তু (B) প্রথম বস্তু (A) -এর ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে — ওই বলকে প্রতিক্রিয়া (Reaction) বলে।
● মনে রাখতে হবে— ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলদুটির প্রয়োগ বিন্দু আলাদা। A বস্তুটি B বস্তুর ওপর ক্রিয়া বল প্রয়োগ করছে; আর B বস্তুটি A বস্তুর ওপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF