সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি শক্তির সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র | Law of Conservation of Energy | Physical Science GK for All Competitive Exam . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে শক্তির সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র | Law of Conservation of Energy | Physical Science GK for All Competitive Exam।
শক্তির সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র | Law of Conservation of Energy | Physical Science GK for All Competitive Exam
❏ শক্তির সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র (Law of Conservation of Energy):-
শক্তি অবিনশ্বর — শক্তির সৃষ্টিও নেই, বিনাশও নেই। শক্তি কেবল এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত হয়। রূপান্তরের সময় কোনো প্রকার শক্তির আপাত বিলোপ ঘটলে ঠিক তুল্যাঙ্ক পরিমাণ অপর কোনো শক্তি বা শক্তিসমূহের উদ্ভব ঘটে। সুতরাং, মহাবিশ্বে শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। একেই শক্তির সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র বলা হয়।
■ উদাহরণসহ ব্যাখ্যা:- একটি টেনিস বল উপরের দিকে ছুরে মারলে একটি নির্দিষ্ট উচ্চতায় উঠার পর বলটি আবার নিচে নামতে থাকে। এ ক্ষেত্রে বলটি উপরে উঠতে থাকার সময় গতিশক্তি কমতে কমতে যখন শূন্য হয়ে যায় তখন বলটি আবার নিচের দিকে নামতে থাকে। নিচে নামার সময় ঐ বলে সঞ্চিত স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে।
এভাবে বলটি যখন মাটি স্পর্শ করে এবং স্থির হয় তখন তার সমস্ত গতিশক্তি, স্থিতিশক্তি, শব্দ, তাপ, আলোক ইত্যাদি শক্তিতে পরিণত হয়। এভাবেই শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়; কিন্তু যেকোনো নির্দিষ্ট সময়ের মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। এটাই হলো শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF