WBP বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | GK Questions in Bengali with Answers

WBP বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | GK Questions in Bengali with Answers
WBP বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | GK Questions in Bengali with Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি WBP বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | GK Questions in Bengali with Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBP বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | GK Questions in Bengali with Answers।




WBP বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | GK Questions in Bengali with Answers

1. বিলায়েত খান কোন ক্ষেত্রের সাথে যুক্ত?

উত্তর:- যন্ত্র সঙ্গীত

2. কমল হাসান কোন ক্ষেত্রের সাথে যুক্ত?

উত্তর:- চলচ্চিত্র


3. মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সাথে যুক্ত?

উত্তর:- উচ্চাঙ্গ নৃত্য

4. আমজাদ আলি খান কোন বাদ্য যন্ত্রের সঙ্গে যুক্ত?

উত্তর:- সারোদ

5. ভারতীয় সিনেমার জগতে ‘ট্র্যাজেডি রাণী' নামে কে পরিচিত?

উত্তর:- মীনাকুমার

6. ভারতের বাণিজ্যিক রাজধানী বলা হয় কাকে?


উত্তর:- মুম্বাই


7. স্বত্ববিলোপ নীতি কে প্রচলন করেছিলেন?

উত্তর:- লর্ড ডালহৌসি।

7. পলাশীর যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব কে দিয়েছিলেন?

উত্তর:- রবার্ট লাইভ।

8. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাপ করা হয় কিসের সাহায্যে?

উত্তর:- আলোকবর্ষে।

9. টুইটারের সূচনা করেছিলেন কে?

উত্তর:- ইভান উইলিয়ামস।

10. ভারতের কোন রাজ্যটিতে বনভূমির পরিমাণ সর্বাধিক?


উত্তর:- মধ্যপ্রদেশ।


11. কোন পদ্ধতিতে গ্যাস সরাসরি কঠিনে পরিণত হয়?

উত্তর:- ডিপোজিশন পদ্ধতিতে।

12. মানুষের শরীরে প্রায় কত শতাংশ লবণ পাওয়া যায়?

উত্তর:- ০.৪%

13. কত সালে আম আদমি পার্টি গঠিত হয়?

উত্তর:- 2012 সালে

14. কোন ভাষাটি থেকে পৃথিবী গ্রহের নাম ‘Earth’ রাখা হয়?

উত্তর:- ইংলিশ ভাষা থেকে।

15. গাজরে কোন ভিটামিন থাকে?


উত্তর:- ভিটামিন A


16. মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর:- ভাইগাই নদীর তীরে।

17. তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?

উত্তর:- হেনরি ব্যাকুইরাল।

18. চিলিয়ানয়ালার যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর:- ১৮৪৯ খ্রিস্টাব্দে।

19. ‘free style’ শব্দটি কোন প্রতিযোগিতার সঙ্গে যুক্ত?

উত্তর:- সাঁতার।

20. ABO ব্লাড গ্রুপ সিস্টেম কে আবিষ্কার করেন?


উত্তর:- কার্ল ল্যান্ডস্টেইনার।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post