সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন উত্তর | WBP and KP Constable Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন উত্তর | WBP and KP Constable Questions Answers।
কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন উত্তর | WBP and KP Constable Questions Answers
1. ভারতে কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর একচেটিয়া বাণিজ্যের অধিকার হ্রাস পায়?
উওর:- ১৮১৩ খ্রীষ্টাব্দে।
2. কলকাতা মাদ্রাসা কে, কবে স্থাপন করেছিলেন?
উওর:- বড়লার্ট লর্ড হেস্টিংস ১৭৮১ খ্রীষ্টাব্দে।
3. কে, কবে বারাণসী সংস্কৃত কলেজ স্থাপন করেছিলেন?
উওর:- জোনাথান ডানকান ১৭৯২ খ্রীষ্টাব্দে।
4. বিশপ কলেজ কবে কোথায় স্থাপন করা হয়?
উওর:- ১৮২০ খ্রীষ্টাব্দে কলকাতার শিবপুরে।
5. জেনারেল অ্যাসেম্বলি ইন্সটিটিউশন কে স্থাপন করেছিলেন? প্রতিষ্ঠানটির বর্তমান নাম কী?
উওর:- আলেকজাণ্ডার ডাফ। প্রতিষ্ঠানটির বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ।
6. কে, কবে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন?
উওর:- ১৮১৫ খ্রীষ্টাব্দে রামমোহন রায়।
7. কারা, কবে হিন্দু কলেজ স্থাপন করেছিলেন?
উওর:- ১৮১৭ খ্রীষ্টাব্দের ২০ শে জানুয়ারি ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায় এবং সুপ্রিম কোটের বিচারপতি এডওয়ার্ড হাইড ইস্ট।
8. হেয়ার স্কুল কত সালে স্থাপিত হয়েছিল?
উওর:- ১৮১৮ খ্রীষ্টাব্দে।
9. ক্যালক্যাটা স্কুল বুক সোসাইটি কত খ্রীষ্টাব্দে স্থাপিত হয়?
উওর:- ১৮১৭ খ্রীষ্টাব্দে।
10. কাউন্সিল অব এডুকেশন কত খ্রীষ্টাব্দে স্থাপিত হয়?
উওর:- ১৮৪২ খ্রীষ্টাব্দে।
11. চার্লস উডের প্রকাশিত নির্দেশনামায় কাদের শিক্ষার উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়?
উওর:- স্ত্রীশিক্ষার উপর।
12. ক্যালক্যাটা স্কুল বুক সোসাইটি কত খ্রীষ্টাব্দে স্থাপিত হয়েছিল?
উওর:- ১৮১৮ খ্রীষ্টাব্দে।
13. ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম এম. এ. পাশ করেছিলেন কারা?
উওর:- ১৮৮৩ খ্রীষ্টাব্দে কাদম্বিনী গাঙ্গুলী এবং চন্দ্রমুখী বসু।
14. উডের ডেসপ্যাচ কী? কে, কত সালে তা প্রকাশ করেন?
উওর:- উডের ডেসপ্যাচ হলো এক প্রকার শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা। ১৮৫৪ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়।
15. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে হয়েছিলেন?
উওর:- স্যার জেমস উইলিয়াম কোলভিল।
16. ভারতীয় নবজাগরণের অগ্রদূত নামে কে পরিচিত?
উওর:- রামমোহন রায়।
17. রামমহন রায়কে ‘ভারতপথিক’ বলে কে অভিহিত করেছিলেন?
উওর:- রবীন্দ্রনাথ ঠাকুর।
18. কে, কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন?
উওর:- ১৮১৫ সালে রামমোহন রায়।
19. কে, কত সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন? কত সালে এটির নাম পরিবর্তন করে ব্রাহ্মসমাজ নাম দেওয়া হয়?
উওর:- ১৮২৮ খ্রীষ্টাব্দে রামমোহন রায়। ১৮৩০ খ্রীষ্টাব্দে।
20. কে, কত সালে সম্বাদকৌমুদী পত্রিকাটি প্রকাশ করেন?
উওর:- ১৮১৮ খ্রীষ্টাব্দে রামমোহন রায়।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF