সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি তাপবিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Thermography Related Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে তাপবিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Thermography Related Questions Answers।
তাপবিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Thermography Related Questions Answers
1. তাপ প্রদান বা নিষ্কাশনের ভিত্তিতে কোনো পদার্থের অবস্থার পরিবর্তন কত প্রকারের।
উত্তর:- দুই প্রকারের।
2. SI -তে আপেক্ষিক তাপের একক উল্লেখ করো?
উত্তর:- SI-তে আপেক্ষিক তাপের একক হল J⋅kg−1⋅K−1
3. প্রতি ঘনমিটার বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প উপস্থিত থাকে তাকে কী বলা হয়?
উত্তর:- পরম আদ্রতা
4. CGS পদ্ধতিতে লীন তাপের একক উল্লেক করো।
উত্তর:- CGS পদ্ধতিতে লীন তাপের একক হল cal/g
5. পদার্থের চারটি অবস্থার নাম উল্লেখ করো।
উত্তর:- পদার্থের চারটি অবস্থা হল— কঠিন, তরল, গ্যাসীয় ও প্লাজমা অবস্থা।
6. জলের লীন তাপ অপেক্ষা বাস্পীভবনের লীন তাপ বেশি না কম?
উত্তর:- বেশি
7. SI -তে জলসমের একক উল্লেখ করো।
উত্তর:- kg
8. বদ্ধ পাত্রে রাখা কোনো তরলের উপরিতলে কী ধরনের বাষ্প থাকে।
উত্তর:- সম্পৃক্ত বাষ্প থাকে।
9. কোনো বস্তুর উষ্ণতা 1°C বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বস্তুটি কী বলা হয়ে থাকে?
উত্তর:- তাপগ্রাহিতা
10. তাপ প্রদান বা নিষ্কাশনের ভিত্তিতে কোনো পদার্থের অবস্থার পরিবর্তন কত প্রকারের।
উত্তর:- দুই প্রকারের।
11. CGS পদ্ধতিতে তাপের একক উল্লেখ করো।
উত্তর:- CGS পদ্ধতিতে তাপের একক হল ক্যালোরি (cal)।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF