সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 7th January 2025 Current Affairs in Bengali Quiz | 7th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 7th January 2025 Current Affairs in Bengali Quiz | 7th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
7th January 2025 Current Affairs in Bengali Quiz | 7th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. ভারতের প্রথম কাচের সমুদ্র সেতু কোন রাজ্যে উন্মোচন করা হলো?
উত্তর:- তামিলনাড়ু
2. সম্প্রতি কোথায় "বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ" কোথায় অনুষ্ঠিত হলো?
উত্তর:- নিউ ইয়র্ক
3. সম্প্রতি কে CRPF -এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন?
উত্তর:- বিতুল কুমার (Vitul Kumar)
4. সন্তোষ ট্রফির 78তম আসরের শিরোপা জিতলো কোন দল?
উত্তর:- পশ্চিমবঙ্গ
5. কোন ক্রিকেটার 2025 সালের প্রথম সেঞ্চুরি করেছেন?
উত্তর:- শ্রীলঙ্কার ক্রিকেটার কুশল পেরেরা (Kushal Perera)।
6. সম্প্রতি প্রকাশিত 'জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ: থ্রু দ্য এজেস' নামক বইটি কে প্রকাশ করলেন?
উত্তর:- অমিত শাহ
7. সম্প্রতি কোন রাজ্য সরকার বন সংরক্ষণের জন্য "মহাভারত ভাটিকা" নামক কনজারভেশন চালু করেছে?
উত্তর:- উত্তরাখণ্ড
8. 2024 সালের জন্য কতজন ক্রীড়াবিদ অর্জুন পুরস্কারে ভূষিত হতে চলেছেন?
উত্তর:- 32 জন
9. সম্প্রতি আরিফ মোহাম্মদ খান কোন রাজ্যের গভর্নর হিসেবে শপথ নিয়েছেন?
উত্তর:- বিহার
10. সম্প্রতি কার নেতৃত্বে মূল্য সূচকের (WPI) ভিত্তি বছর সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে?
উত্তর:- রমেশ চাঁদ।
আরও পড়ুন:- 6th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স