6th January 2025 Current Affairs in Bengali Quiz | 6th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

6th January 2025 Current Affairs in Bengali Quiz | 6th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
6th January 2025 Current Affairs in Bengali Quiz | 6th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 6th January 2025 Current Affairs in Bengali Quiz | 6th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 6th January 2025 Current Affairs in Bengali Quiz | 6th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




6th January 2025 Current Affairs in Bengali Quiz | 6th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন রাজ্যের সমুদ্রের উপর ভারতের প্রথম কাঁচের সেতু উদ্বোধন করা হলো?

উত্তর:- তামিলনাড়ু

2. সম্প্রতি ICC Men's T20 Cricketer of the Year 2024 -এর জন্য মনোনীত হয়েছেন কোন ভারতীয় ক্রিকেটার?

উত্তর:- আরশদীপ সিং


3. সম্প্রতি বাংলাদেশে বন্যা সংকটের জন্য ২০০,০০০ টন চাল রপ্তানি করলো কোন দেশ?

উত্তর:- ভারত

4. সম্প্রতি কোন কোম্পানি দ্বিতীয়বারের জন্য 'Great Place to Work' সার্টিফিকেশন অর্জন করলো?

উত্তর:- SAIL

5. সম্প্রতি CRPF -এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- ভিতুল কুমার

6. কোন ভারতীয় ক্রিকেটার দ্রুততম হিসেবে ২০০ টেস্ট উইকেট লাভ করলেন?

উত্তর:- জসপ্রীত বুমরাহ


7. সম্প্রতি কোন রাজ্য ভারতের প্রথম Made-in-India Surgical Robot উন্মোচন করেছে?

উত্তর:- মহারাষ্ট্র

8. Kristrun Frostadottir সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন?

উত্তর:- আইসল্যান্ড

9. সম্প্রতি অনুষ্ঠিত সন্তোষ ট্রফির ফাইনালে  কেরালাকে পরাজিত করে জয়লাভ করলো কোন রাজ্য?

উত্তর:- পশ্চিমবঙ্গ

10. সম্প্রতি ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- অরুণীশ চাওলা।

আরও পড়ুন:- 5th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post