সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 5th January 2025 Current Affairs in Bengali Quiz | 5th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 5th January 2025 Current Affairs in Bengali Quiz | 5th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
5th January 2025 Current Affairs in Bengali Quiz | 5th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি কোন রাজ্য সরকার Ratha Saptami -কে রাষ্ট্রীয় উৎসব হিসেবে ঘোষণা করলো?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ
2. মনিকা জৈন সম্প্রতি কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন?
উত্তর:- মলদোভা
3. রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার সম্প্রতি কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন?
উত্তর:- কেরালা
4. 21st Third Eye Asian Film Festival 2025 ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে?
উত্তর:- মুম্বাই
5. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আফ্রিকার বৃহত্তম বিনিয়োগকারী হয়ে উঠলো কোন দেশ?
উত্তর:- সংযুক্ত আরব আমিরাত
6. সম্প্রতি কোথায় National Science Drama Festival 2024 অনুষ্ঠিত হলো?
উত্তর:- নিউ দিল্লী
7. সম্প্রতি প্রকাশিত "Ente Jeevitham Niraye" শিরোনামে বইটি কে লিখলেন?
উত্তর:- কে. থমাস ম্যাথিউ
8. সম্প্রতি কোন ইন্সটিটিউট AMOLED Research Centre খুললো?
উত্তর:- IIT Madras
9. সম্প্রতি আমেরিকার জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হলো কোন পাখিকে?
উত্তর:- Bald Eagle
10. তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করতে চলেছে কোন দেশ?
উত্তর:- চীন।
আরও পড়ুন:- 4th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স