4th January 2025 Current Affairs in Bengali Quiz | 4th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

4th January 2025 Current Affairs in Bengali Quiz | 4th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
4th January 2025 Current Affairs in Bengali Quiz | 4th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 4th January 2025 Current Affairs in Bengali Quiz | 4th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 4th January 2025 Current Affairs in Bengali Quiz | 4th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




4th January 2025 Current Affairs in Bengali Quiz | 4th জানুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. "বিশ্ব ব্রেইল দিবস" (World Braille Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 4th জানুয়ারী

2. সম্প্রতি ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- অরুণীশ চাওলা

3. আরিফ মহম্মদ খান সম্প্রতি কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- বিহার


4. সম্প্রতি কোন রাজ্যে "North East Bankers Conclave 2024" অনুষ্ঠিত হলো?

উত্তর:- ত্রিপুরা

5. সম্প্রতি Oil India Limited -এর Chief Financial Officer (CFO) হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- অভিজিৎ মজুমদার

6. Aisake Eke সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত হয়েছেন?

উত্তর:- টোঙ্গা


7. চলতি বছরে অনুষ্ঠিত হতে চলা ISSF Junior World Cup হোস্ট করবে কোন দেশ?

উত্তর:- ভারত

8. সম্প্রতি প্রকাশিত "The Unyielding Judge: The Life and Legacy of Justice A.N. Grover" শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- গৌরী গ্রোভার

9. "Women’s Kabaddi World Cup 2025" অনুষ্ঠিত হবে কোন রাজ্যে?

উত্তর:- বিহার

10. সম্প্রতি ICC Men's Test Cricketer of the Year Award -এর জন্য মনোনীত হয়েছেন ভারতের কোন ক্রিকেটার?

উত্তর:- জাসপ্রিত বুমরাহ।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর

Previous Post Next Post