সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি বাংলা ব্যকরণ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Bengali Grammer Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা ব্যকরণ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Bengali Grammer Important Questions Answers।
বাংলা ব্যকরণ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Bengali Grammer Important Questions Answers
1. 1. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে কোনটি আলোচিত হয়?
উত্তর:- অর্থ তত্ত্ব
2. "ব্যাকরণ" শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর:- সংস্কৃত
3. ব্যাকরণের প্রধান কাজ কী?
উত্তর:- ভাষার বিশ্লেষণ
4. সন্ধি, ব্যাকরণের কোন অংশটির অালোচ্য বিষয়?
উত্তর:- ধ্বনিতত্ব
5. ব্যাকরণের কোন অংশে "কারক" সম্বন্ধে আলোচনা করা হয়েছে?
উত্তর:- রূপতত্ত্বে
6. ব্যাকরণের কোন অংশে "বচন" অালোচিত হয়েছে?
উত্তর:- রূপতত্ত্বে
7. "গৌড়ীয় বাংলা ব্যাকরণ" রচনা করেছেন কে?
উত্তর:- রাজা রামমোহন রায়।
8. রাজা রামমোহন রায়, রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থটির নাম উল্লেখ করো?
উত্তর:- গৌড়ীয় ব্যাকরণ
9. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেছেন কে?
উত্তর:- ম্যানুয়েল দ্য আসসুম্পসাও
10. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেছেন কে?
উত্তর:- এন বি হ্যালহেড
11. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেছিলেন?
উত্তর:- বঅসি হ্যালহেড
12. বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
উত্তর:- রামমোহন রায়
13. বাংলা ভাষার ব্যাকরণ কে লিখেছেন?
উত্তর:- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
14. পাণিনি কে ছিলেন?
উত্তর:- বৈয়াকরণিক
15. ব্যাকরণ মঞ্জরী কার রচিত?
উত্তর:- ড.মুহম্মদনএনামুল হক।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF