সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 30th April 2025 Current Affairs in Bengali Quiz | 30th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 30th April 2025 Current Affairs in Bengali Quiz | 30th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
30th April 2025 Current Affairs in Bengali Quiz | 30th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি ভারত কোন দেশের সাথে 26টি রাফালে সামুদ্রিক যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে?
উত্তর:- ফ্রান্স
2. সম্প্রতি কোন সংস্থা বিশ্ব সামাজিক প্রতিবেদন 2025 প্রকাশ করেছে?
উত্তর:- জাতিসংঘ (United Nations)
3. APEDA সম্প্রতি কোন রাজ্য সরকারের সহযোগিতায় একটি কৃষি ও সক্ষমতা-নির্মাণ কর্মশালার আয়োজন করেছে?
উত্তর:- ওড়িশা
4. সম্প্রতি ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত নির্বাচনে কে জিতেছেন?
উত্তর:- প্রাক্তন প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসার
5. সম্প্রতি কোন রাজ্যে 2,100 কোটি টাকা PM MITRA টেক্সটাইল পার্ক অনুমোদিত হয়েছে?
উত্তর:- মধ্যপ্রদেশ
6. INS সুনায়না কোন মিশনের অধীনে মোজাম্বিকের নাকালা বন্দর পরিদর্শন করেছিল?
উত্তর:- IONS Sagar Mission.
7. সম্প্রতি কোন ব্যাঙ্কের লাইসেন্স RBI বাতিল করেছে?
উত্তর:- ইম্পেরিয়াল আরবান কো-অপ ব্যাংক
8. সম্প্রতি অনুষ্ঠিত 2nd এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি স্বর্ণপদক জিতেছে?
উত্তর:- 83টি
9. সম্প্রতি কোথায় Yugm ইনোভেশন কনক্লেভের আয়োজন করা হয়েছিল?
উত্তর:- নয়াদিল্লি
10. ডিজিটাল আউটরিচের মাধ্যমে বিনিয়োগকারীদের শিক্ষার উন্নতির জন্য IEPFA কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর:- কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF