আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি ও গভিরতা | Atlantic Ocean Topography and Depth Floor

আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি ও গভিরতা | Atlantic Ocean Topography and Depth Floor
আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি ও গভিরতা | Atlantic Ocean Topography and Depth Floor

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি ও গভিরতা | Atlantic Ocean Topography and Depth Floor . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি ও গভিরতা | Atlantic Ocean Topography and Depth Floor।




আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি ও গভিরতা | Atlantic Ocean Topography and Depth Floor

■ আটলান্টিক মহাসাগরের ভূপ্রকৃতি (Topography of the Atlantic Ocean Floor):- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগরের আয়তন প্রায় ৮.২৪ কোটি বর্গ কিমি এবং গড় গভীরতা প্রায় ৩,৩৩৫ মিটার।

■ আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ:-

● (১) মহীসোপান (Continental Shelves) বিস্তৃতি:- আটলান্টিক মহাসাগরের মহীসোপানের বিস্তৃতি সর্বত্র এক নয়। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে মহীসোপানের বিস্তৃতি ৮০ কিমি–১৫০ কিমি হলেও উত্তর আটলান্টিক মহাসাগরে মহীসোপানের বিস্তৃতি প্রায় ২০০ কিমি ৪০০ কিমি পর্যন্ত। পৃথিবীর প্রশস্ততম মহীসোপান আটলান্টিক মহাসাগরের অন্তর্গত নিউফাউন্ডল্যান্ড ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত। আটলান্টিক মহাসাগরের মোট আয়তনের প্রায় ১৩.৩৪% অংশ জুড়ে মহীসোপান অঞ্চল বিস্তৃত। এর গড় গভীরতা প্রায় ১৮০ মিটার।

● (২) বেসিন (Basin) বা অবনমিত অঞ্চল:- আটলান্টিক মহাসাগরের উত্তরাংশের ও দক্ষিণাংশের বেসিনগুলি মূলত গভীর সমুদ্রের সমভূমির অবনমিত অঞ্চল ও গড় গভীরতা প্রায় ৬,০০০ মিটার। আটলান্টিক মহাসাগরের উত্তরদিকের প্রধান বেসিনগুলি হল গ্রিনল্যান্ড বেসিন, নরওয়ে বেসিন, উত্তর-পশ্চিম আটলান্টিক বেসিন, উত্তর আফ্রিকার পশ্চিমাংশের কেপ ভার্দে বেসিন, উত্তর-পূর্ব আটলান্টিক বেসিন ইত্যাদি। আটলান্টিক মহাসাগরের দক্ষিণদিকের প্রধান বেসিনগুলি হল ভেনেজুয়েলার উত্তরাংশের কারাকাও বেসিন, ব্রাজিল বেসিন, আর্জেন্টিনা বেসিন, অ্যাংগোলার দক্ষিণ-পূর্ব আটলান্টিক বেসিন, দক্ষিণ আফ্রিকার পশ্চিমভাগের কেপ বেসিন, দক্ষিণ আফ্রিকার দক্ষিণভাগে আগুলহাস বেসিন ও কুমেরুর উত্তরাংশে আটলান্টিক-ভারত-কুমেরু বেসিন ইত্যাদি।

(৩) সমুদ্রখাত (Oceanic Trenches):- আটলান্টিক মহাসাগরের প্রধান প্রধান সমুদ্রখাতগুলি হল: নিরক্ষরেখার নিকটবর্তী রোমান্‌শে খাত (Romanche Trench), এর গভীরতা ৭,৭৫৮ মি, কিউবার দক্ষিণাংশে কেমন বা বার্টলেট খাত (গভীরতা ৭,১২০ মি), পোর্টোরিকো দ্বীপের পোর্টোরিকো বা ব্লেক খাত (আটলান্টিকের গভীরতম খাত, এর গভীরতা ৯,২১৯ মিটার), স্যান্ডউইচ দ্বীপের পূর্বদিকে দক্ষিণ স্যান্ডউইচ খাত (এর গভীরতম স্থান মিটিওর গহ্বর যার গভীরতা প্রায় ৮,২৬৪ মিটার)

● (8) সামুদ্রিক শৈলশিরা (Ridges):-

আটলান্টিক মহাসাগরের উত্তরদিকে আইসল্যান্ড থেকে নিরক্ষরেখার মধ্য দিয়ে দক্ষিণদিকে বুভেট দ্বীপ (Bouvet Island) পর্যন্ত প্রসারিত ইংরেজি 'S' অক্ষরের ন্যায় আকৃতিবিশিষ্ট মগ্ন শৈলশিরাকে মধ্য আটলান্টিক শৈলশিরা (Mid Atlantic Ridge) বলে। প্রায় ১৪,৪৫০ কিলোমিটার দীর্ঘায়িত এই শৈলশিরাটি সমুদ্রতলদেশ থেকে প্রায় ৩,০০০ মিটার উঁচুতে অবস্থিত। নিরক্ষরেখার নিকটবর্তী রোমান্‌শে খাত মধ্য-আটলান্টিক শৈলশিরাকে দুটি ভাগে ভাগ করেছে। রোমান্‌শে খাতের উত্তর দিকে মধ্য আটলান্টিক শৈলশিরার অংশ ডলফিন উচ্চভূমি (Dolphin Rise) এবং দক্ষিণদিকের অংশ বিশেষ চ্যালেঞ্জার উচ্চভূমি (Challenger Rise) নামে পরিচিত। ডলফিন উচ্চভূমিটি ক্রমশ উত্তরদিকে প্রসারিত হয়ে ল্যাব্রাডর ও আয়ারল্যান্ডে র নিকটবর্তী অঞ্চলে নিমজ্জমান ‘টেলিগ্রাফ মালভূমি' তে রূপান্তরিত হয়েছে। চ্যালেঞ্জার উচ্চভূমির পূর্বদিকে রয়েছে আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর ওয়ালভিস শৈলশিরা (Walvis Ridge) এবং পশ্চিমদিকে রয়েছে দক্ষিণ আমেরিকার উপকূল বরাবর রিও গ্র্যান্ডি শৈলশিরা (Rio Grande)।

এ ছাড়া আটলান্টিক মহাসাগরের উত্তরদিকে গ্রিনল্যান্ড শৈলশিরা এবং দক্ষিণদিকে স্কোশিয়া (Scotia) শৈলশিরা, আটলান্টিক কুমেরু শৈলশিরা প্রভৃতি উল্লেখযোগ্য।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF


Previous Post Next Post