সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্ন উত্তর | Competitive Exam General Knowledge . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্ন উত্তর | Competitive Exam General Knowledge।
প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্ন উত্তর | Competitive Exam General Knowledge
1. বায়ুমণ্ডলের কোন উপাদান জীবজগত সরাসরি গ্রহণ করতে পারে না?
উওর:- নাইট্রোজেন।
2. পান্না দিয়ে তৈরি বুদ্ধ মূর্তি কোথায় অবস্থিত?
উওর:- ব্যাংককে।
3. পৃথিবীর কোন শহরে সর্বাধিক বহুভাষাভাষী মানুষ বাস করে?
উওর:- হংকং।
4. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
উওর:- 7 নং।
5. ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতির শাসন জারি হয়?
উওর:- পাঞ্জাব।
6. ভারতের জাতীয় পতাকার চক্রে কতগুলি কাটা দাগ আছে?
উওর:- 24 টি।
7. এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়?
উওর:- হংকং।
8. সর্বপ্রথম আবিষ্কৃত মূল কণা কোনটি?
উওর:- প্রোটন।
9. বৃক্ষের বয়স নির্ণয় করা যায় কিভাবে?
উওর:- বলয় গণনা করে।
10. ভারতে প্রথম কত সালে চলচ্চিত্র দেখানো হয়?
উওর:- 1896 সালে।
11. বিরজু মহারাজ কোন জাতীয় নৃত্যের সাথে যুক্ত?
উওর:- কত্থক।
12. আগ্রা শহরটির প্রতিষ্ঠাতা কে?
উওর:- সিকান্দার লোদী।
13. কত সালে ইউরো কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়?
উওর:- 1960 সালে।
14. কোন ব্যক্তি লোকসভার সদস্য না হয়েও লোকসভার অধিবেশনে যোগ দিয়েছিলেন?
উওর:- এটর্নি জেনারেল।
15. প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র 'গুলমার্গ' ভারতের কোথায় অবস্থিত?
উওর:- লাদাখ।
16. বর্তমানে তৃতীয় বিশ্বের কত শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে ?
উওর:- 30 শতাংশ।
17. 'পাকসিনিয়া গ্রামিনিস' কোন ফসলের একটি রোগের নাম?
উওর:- গম।
18. যেকোনো তাপমাত্রায় কি ঘটতে পারে?
উওর:- বাষ্পয়ন।
19. কোন বাঙালি প্রথম ভারতের স্থলবাহিনীর প্রধান হয়েছিলেন?
উওর:- জেনারেল শঙ্কর রায়চৌধুরী।
20. বিখ্যাত 'মাদাম তুসো' মিউজিয়াম কোথায় অবস্থিত?
উওর:- ইংল্যান্ড।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF