জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Life Science Important Questions Answers

জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Life Science Important Questions Answers
জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Life Science Important Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Life Science Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Life Science Important Questions Answers।




জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Life Science Important Questions Answers

1. বংশগতির রাসায়নিক ভিত্তি কোনটি?

উত্তর:- DNA (Deoxyribonucleic acid)

2. নিউক্লিওনকেই নিউক্লিক এসিড বলে অভিহিত করা হয় কবে থেকে?

উত্তর:- ১৮৯৯ সাল।

3. কোন ফলে বেশি পরিমাণে লৌহ পাওয়া যায়?

উত্তর:- কলা

4. সবচেয়ে বেশি পরিমাণে আয়োডিন পাওয়া যায়  কোথায়?

উত্তর:- সামুদ্রিক শৈবালে


5. বিবর্তন বা অভিব্যাক্তি সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়ে থাকে?

উত্তর:- ইভোলিউশন

6. ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটি কোন উপাদান দ্বারা গঠিত হয়ে থাকে?

উত্তর:- লাইপোপ্রোটিন

7. 'Biology' শব্দের প্রবর্তন কে করেন?

উত্তর:- লেমার্ক

8. 'Bengal Planto' বইটি কার লেখা?

উত্তর:- ডেভিড প্লেইন

9. মৌমাছি পালন বিদ্যাকে কি বলা হয়ে থাকে?

উত্তর:- এপিকালচার


10. সবুজ উদ্ভিদ কয়টি প্রক্রিয়ায় শোষণ সম্পন্ন করে?

উত্তর:- ৩ টি

11. এনাটমির জনক কে?

উত্তর:- আদ্রেভেসলিয়াস।

12. কোষ শব্দটি প্রথম কোন গ্রন্থে প্রকাশ পায়?

উত্তর:- Micrographia.

13. 'The theory of natural selection' এটি কে প্রবর্তন করেছিলেন?

উত্তর:- Charles Rosert Banwin.

14. 'Taxonomy' শব্দের অর্থ কি?

উত্তর:- শ্রেনিবিন্যাসতত্ত্ব।

15. গুল্ম জাতীয় উদ্ভিদ নয় কোনটি?

উত্তর:- কালকাসুন্দা।

16. পরিবহন টিস্যু তৈরি হয় কোন টিস্যু থেকে?

উত্তর:- জটিল।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post