সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Physical Science Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Physical Science Important Questions Answers।
ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Physical Science Important Questions Answers
1. পটাশিয়াম ফেরোসায়ানাইড কী?
উত্তর:- একধরণের জটিল লবণ
2. কোন পরীক্ষাটি মাধ্যমে পরীক্ষাগারে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ সনাক্ত করা হয়?
উত্তর:- বলয় পরীক্ষা
3. অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে ভারি, না হাল্কা?
উত্তর:- সামান্য ভারি
4. আয়নায় আমাদের বাঁ হাতকে ডান হাত বলে মনে হয় কেন?
উত্তর:- সমতল দর্পণে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে বলে।
5. অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কী অক্সাইড তৈরি করে?
উত্তর:- আম্লিক অক্সাইড
6. অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত?
উত্তর:- প্রায় 3,480° সেন্টিগ্রেড
7. প্রতিবিম্ব কপ্রকারের ও কী কী?
উত্তর:- দু'ধরণের, সদবিম্ব ও অসদবিম্ব
8. হাইড্রোজেন শব্দের অর্থ কী?
উত্তর:- জল উৎপাদক
9. সমতল দর্পণে রশ্মির আপতন কোণ 45 ডিগ্রী হলে প্রতিফলন কোণ ও চ্যুতি কোণ কত হবে?
উত্তর:- প্রতিফলন কোণ 45 ডিগ্রী ও চ্যুতি কোণ 90 ডিগ্রী হবে।
10. হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরণের দস্তা ব্যবহার করা হয়?
উত্তর:- বাণিজ্যিক দস্তার ছিবড়া
11. অক্সি-হাইড্রোজেন শিখার উষ্ণতা কত?
উত্তর:- প্ৰায় 2800° ডিগ্রি সেন্টিগ্রেড
12. দ্বিপদ নামকরণের প্রবক্তা কে?
উত্তর:- ক্যারোলাস লিনিয়াস
13. হার্বেরিয়াম কী?
উত্তর:- শুকনো উদ্ভিদের নমুনা
14. মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কী?
উত্তর:- ক্যালসিয়াম কার্বনেট
15. আলোকের কোন প্রতিফলনের জন্য পুকুরের পাড়ে থাকা কোনো গাছের ছায়া আঁকাবাঁকা দেখায়?
উত্তর:- আলোকের বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য।
16. 'হাইগ্রোমিটারে' কি পরিমাপ করা হয়?
উত্তর:- বায়ুর আপেক্ষিক আদ্রর্তা
17. জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয়?
উত্তর:- জিওলাইট।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF