কম্পিউটার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Computer General Knowledge Question Answers

কম্পিউটার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Computer General Knowledge Question Answers
কম্পিউটার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Computer General Knowledge Question Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি কম্পিউটার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Computer General Knowledge Question Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে কম্পিউটার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Computer General Knowledge Question Answers।




কম্পিউটার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Computer General Knowledge Question Answers

1. "কম্পিউটার" শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তর:- গ্রিক শব্দ থেকে।

2. কোন শব্দটি থেকে "কম্পিউটার" শব্দটির উৎপত্তি হয়েছে?

উত্তর:- কম্পিউট


3. "কম্পিউট" শব্দের অর্থ উল্লেখ করো।

উত্তর:- গণনা করা

4. "কম্পিউটার" একপ্রকার কি ধরনের যন্ত্র?

উত্তর:- ইলেকট্রনিক যন্ত্র

5. বর্তমান যুগকে কি বলা হয়ে থাকে?

উত্তর:- তথ্য যুগ

6. কম্পিউটারের কাজ করার গতি কিসে হিসাব করা হয়ে থাকে?

উত্তর:- ন্যানো সেকেন্ড


7. এক মাইক্রো সেকেন্ড এক সেকেন্ডের কত ভাগের সমান?

উত্তর:- 10 লক্ষ

8. 1 মিলি সেকেন্ড এক সেকেন্ডের কত ভাগের সমান হয়?

উত্তর:- 1000

9. ক্যালকুলেটরের সাহায্যে কি করা হয়ে থাকে?

উত্তর:-  সাধারণ গণনা

10. ক্যালকুলেটরের স্মৃতিশক্তি কি রকম ধরনের?

উত্তর:- অস্থায়ী

11. কম্পিউটার দিয়ে সর্বপ্রথম কোন কাজটি করানো হত?

উত্তর:- গণনার কাজ।

12. যে সকল যন্ত্রের মাধ্যমে তথ্য দেওয়া হয় তাকে কি বলা হয়ে থাকে?

উত্তর:- ইনপুট ডিভাইস


13. কম্পিউটারের প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফল কে কি বলা হয়ে থাকে?

উত্তর:- আউট পুট

14. সিপিইউ এর পুরো কথা উল্লেখ করো।

উত্তর:- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

15. কোন কম্পিউটার পরিমাপ পদ্ধতিতে ব্যবহৃত হয়?

উত্তর:- এনালগ

16. ডিজিটাল কম্পিউটার কত প্রকারের হয়ে থাকে?

উত্তর:- চার প্রকারের

17. ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এর কাজ কোন কম্পিউটারের সাহায্যে করা হয়?

উত্তর:- হাইব্রিড কম্পিউটার


18. সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটিকে বলা হয়?

উত্তর:- সুপার কম্পিউটার

19. প্রথম গণক যন্ত্রটির নাম কী?

উত্তর:- অ্যাবাকাস

20. হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটারের নাম কী?

উত্তর:- পামটপ

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post