জীববিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Biology Important Questions Answers

জীববিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Biology Important Questions Answers
জীববিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Biology Important Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি জীববিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Biology Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীববিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Biology Important Questions Answers।




জীববিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Biology Important Questions Answers

1. লেবু গাছ একপ্রকার কোন জাতীয় উদ্ভিদ?

উত্তর:- গুল্ম জাতীয়

2. 'Penicillium' কোন ধরণের ছত্রাকের উদাহরণ?

উত্তর:- সবুজ ছত্রাক


3. একটি ভূ গর্ভস্থ কাণ্ডের নাম উল্লেখ করো।

উত্তর:- আদা

3. প্রজাতির নামকরণ শুরু হয় কত সাল থেকে?

উত্তর:- ১৭৬০

4. ভাইরাস মোজাইক রোম উৎপন্ন হয় কোন গাছ থেকে?

উত্তর:- তামাক।

5. 'রাইজেইয়াম' একপ্রকার কিসের নাম?

উত্তর:- ভাইরাস।


6. দুধ টক হয়ে যাওয়ার জন্য দায়ী কোনটি?

উত্তর:- ব্যাকটেরিয়া

7. হেপাটাইসিস ‘E’ কিসের মাধ্যমে ছড়িয়ে পড়ে?

উত্তর:- পানি

8. কোষঝিল্লি থাকে না কোন ধরনের কোষে?

উত্তর:- উদ্ভিদ

9.  প্রানিদেহের সঞ্চিত খাদ্যের নাম কী?

উত্তর:- গ্লাইকোজেন

10.  মাইটোকণ্ড্রিয়ার মধ্যে কোন ধাতুটি পাওয়া যায়?

উত্তর:- ক্যালসিয়াম

11. বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে কি বলা হয়ে থাকে?

উত্তর:- সিনোসাইট

12. লাইকোপিনের রঙ উল্লেখ করো?

উত্তর:- লাল

13. কোষের জীবন বলা হয় কোনটিকে?

উত্তর:- প্লাস্টিডকে


14. দেহের কোষ বিভাজন কত প্রকারের হয়ে থাকে?

উত্তর:- ৩ প্রকার।

15. হ্রাসমূলক বিভাজন কোনটিকে বলা হয়ে থাকে?

উত্তর:- মিয়োসিস

16. স্থায়ী টিস্যু কত প্রকারের হয়ে থাকে?

উত্তর:- ৩ প্রকার।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post