WBP ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | WBP Previous Years Questions Paper History

WBP ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | WBP Previous Years Questions Paper History
WBP ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | WBP Previous Years Questions Paper History

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি WBP ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | WBP Previous Years Questions Paper History . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBP ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | WBP Previous Years Questions Paper History।




WBP ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | WBP Previous Years Questions Paper History

1. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিল?

উত্তর:- আবদুল গফফর খান

2. হিন্দু মেলা কে প্রতিষ্ঠাতা করেন?

উত্তর:- নবগোপাল মিত্র


3. সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে ছিলেন?

উত্তর:- রাখালদাস ব্যানার্জি

4. ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিল?

উত্তর:- সুরেন্দ্রনাথ ব্যানার্জি

5. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেছিল?

উত্তর:- ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড

6. সিন্ধু বাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না?

উত্তর:- লোহা


7. ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর:- 1876 খ্রিস্টাব্দে

8. বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়েছিল?

উত্তর:- 1500-1000 খ্রিস্টপূর্বাব্দে

9. ভারতছাড়ো আন্দোলন কবে সংঘটিত হয়েছিল?

উত্তর:- 8 ই আগস্ট 1942 সালে

10. আর্য শব্দের অর্থ উল্লেখ করো।

উত্তর:- চাষ করা

11. ত্রিপিটক রচিত হয় কোন ভাষাতে?

উত্তর:- পালি ভাষা তে

12. কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল?

উত্তর:- 1 লা সেপ্টেম্বর 1942 খ্রিস্টাব্দে

13. প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্করের কথা জানা যায়?

উত্তর:- 24 জন


14. হোমরুল আন্দোলনের একজন নেতার নাম উল্লেখ করো?

উত্তর:- অ্যানি বেসান্ত

15. সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন?

উত্তর:- মহাবীর

16. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে সংঘটিত  হয়েছিল?

উত্তর:- 13 ই এপ্রিল 1919 সালে

17. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- মহাপদ্ম নন্দ

18. মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিল?

উত্তর:- বালগঙ্গাধর তিলক


19. কে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন?

উত্তর:- বিন্দুসার

20. গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর:- 1913 সালে আমেরিকার সানফ্রান্সিসকো তে। 

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post